স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সরকারি ক্ষেত্রে বকেয়া বিষয় কমিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান

Posted On: 07 OCT 2025 12:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সরকারি ক্ষেত্রে বকেয়া বিষয়সমূহ যথাসম্ভব কমিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র তত্ত্বাবধানে মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।   

স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার অধীনস্থ বিভিন্ন সংস্থা নভেম্বর ২০২৪ থেকে আগষ্ট ২০২৫ পর্যন্ত মাসিক ভিত্তিতে সরকারি ক্ষেত্রে বকেয়া বিষয়গুলির নিষ্পত্তি করতে সক্রিয় অভিযান চালায়। 

এই সময়কালের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য : 
•    মন্ত্রকের পক্ষ থেকে ২৪০৫ টি স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়। 
•    সাংসদদের পক্ষ থেকে ৪৯৩ টি বিষয়, মন্ত্রিসভার দুটি প্রস্তাব, রাজ্য সরকারগুলির পক্ষ থেকে ১০৪ টি বিষয় এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে ৩০ টি উল্লিখিত বিষয় নিষ্পত্তি করা হয়েছে। 
•    মোট ৪০৮৮০ গুলি জন অভিযোগ এবং ১৮৬৪ টি জন অভিযোগ সংক্রান্ত আবেদন মন্ত্রকের পক্ষ থেকে নভেম্বর ২০২৪ থেকে আগষ্ট ২০২৫ পর্যন্ত এই সময়কালের মধ্যে নিষ্পত্তি হয়েছে।
•    স্বরাষ্ট্র মন্ত্রক / কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএফইএফ) -এর দফতরগুলিতে ৭৯৭৭৪ বর্গফুট এলাকা খালি করা হয়েছে। 

এই অগ্রগতি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি মন্ত্রকের পোর্টালে আপলোড করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল / দিল্লি পুলিশের ক্ষেত্রেও এই অভিযানের অগ্রগতি সংক্রান্ত তথ্যাদি পোর্টালে আপলোড করা হয়। 

পঞ্চম দফার এই বিশেষ অভিযান মন্ত্রকের সর্বোচ্চ স্তর থেকে তদারকি হয়। বিভিন্ন ক্ষেত্রকে নির্দিষ্ট করে যথাসম্ভব সাফল্য অর্জন করা গেছে।

 
******      
 
SSS/AB /SG


(Release ID: 2175771) Visitor Counter : 7