উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি. পি. রাধাকৃষ্ণণ রাজ্যসভার সচিবালয় পরিদর্শন করলেন

Posted On: 06 OCT 2025 3:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ অক্টোবর, ২০২৫

 

উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি. পি. রাধাকৃষ্ণণ আজ রাজ্যসভার সচিবালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সচিবালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সচিবালয়ের কাজকর্ম খতিয়ে দেখেন। সভা ও তার সদস্যদের আইনগত, প্রশাসনিক এবং প্রক্রিয়াগত সাহায্য দিতে সচিবালয়ের ভূমিকা পর্যালোচনা করেন তিনি।

সচিবালয়ের বিভিন্ন বিভাগ এবং উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয় উপরাষ্ট্রপতি এবং চেয়ারম্যানকে। 
*****

SSS/AP/SKD


(Release ID: 2175473) Visitor Counter : 5