স্বরাষ্ট্র মন্ত্রক
লাদাখ নিয়ে অ্যাপেক্স বডি লেহ (এবিএল) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর সঙ্গে সরকারের আলোচনার পথ সব সময়েই খোলা
Posted On:
29 SEP 2025 8:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
লাদাখ নিয়ে অ্যাপেক্স বডি লেহ (এবিএল) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর সঙ্গে আলোচনার পথ সব সময়েই খোলা রেখেছে সরকার। লাদাখ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি (এইচপিসি) বা এই ধরনের যে কোনও মঞ্চের মাধ্যমে এবিএল এবং কেডিএ-এর সঙ্গে আলোচনাকে আমরা সব সময়েই স্বাগত জানাই।
লাদাখে তপশিলি উপজাতিদের সংরক্ষণ বৃদ্ধি, এলএএইচডিসি-তে মহিলাদের সংরক্ষণ এবং স্থানীয় ভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে এইচপিসি-র মাধ্যমে এবিএল এবং কেডিএ-র সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় এ পর্যন্ত ভালো ফল মিলেছে। কেন্দ্রশাসিত লাদাখে ইতিমধ্যেই ১,৮০০টি পদে সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আমাদের দৃঢ় বিশ্বাস, ক্রমাগত আলোচনার মাধ্যমে অদূর ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।
SC/MP/DM
(Release ID: 2173014)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam