প্রধানমন্ত্রীরদপ্তর
ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
Posted On:
27 SEP 2025 1:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ওড়িশা এবং দেশের অন্যান্য অংশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। পাশাপাশি বিএসএনএ-এর দেশীয় প্রযুক্তির ৪জি পরিষেবার সূচনা করেন তিনি। বেরহামপুর থেকে সুরাত পর্যন্ত অমৃত ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের সুরাত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, গরিবদের জন্য দেশজুড়ে হাজার হাজার পাকা বাড়ি তৈরি হচ্ছে। আজ প্রায় ৫০,০০০ পরিবারের হাতে নতুন বাড়ির অনুমোদন তুলে দেওয়া হয়।
ওড়িশার মানুষের সক্ষমতা ও মেধার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ওড়িশা হল প্রাকৃতিক প্রাচুর্যতায় ভরা একটি রাজ্য এবং আগামী এক দশক এখানকার মানুষের জীবনে প্রভূত সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ওড়িশার জন্য দুটি সেমিকন্ডাক্টর ইউনিটে অনুমোদন দিয়েছে এবং একটি সেমিকন্ডাক্টর পার্কও তৈরি হতে চলেছে। তিনি জানান, মোবাইল, টেলিভিশন, রেফ্রিজারেটর, কম্পিউটার, গাড়ি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত সেমিকন্ডাক্টর এখন ওড়িশায় তৈরি হবে। প্রধানমন্ত্রী ফের দৃঢ়তার সঙ্গে বলেন, সরকারের অঙ্গীকার হল, প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা।
ভারতে জাহাজ নির্মাণে ৭০,০০০ কোটি টাকার প্যাকেজের ঘোষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ইস্পাত, যন্ত্রপাতি, ইলেক্ট্রনিক্স এবং উৎপাদন ক্ষেত্র বিশেষভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে। তিনি বলেন, লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ওড়িশার শিল্প ও তরুণদের জন্য উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসবে। শ্রী মোদী গর্বপ্রকাশ করে বলেন যে, বিএসএনএল সাফল্যের সঙ্গে পুরোপুরি দেশীয় ৪জি প্রযুক্তির উদ্ভাবন করেছে। সেইসঙ্গে আজ বিএসএনএল-এর ২৫-তম বর্ষপূর্তি উদযাপনকে সমাপতন হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএসএনএল এবং এর অংশীদারদের প্রয়াসের মাধ্যমে ভারত আন্তর্জাতিক টেলিকম উৎপাদনের হাব হয়ে উঠতে চলেছে।
ঝারসুগুদা থেকে আজ প্রায় ১ লক্ষ ৪টি টাওয়ারের সূচনা করা হয়। এর ফলে ৩০,০০০ গ্রামের মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন। বিএসএনএল-এর এই ৪জি পরিষেবার মাধ্যমে আদিবাসী এলাকা, প্রত্যন্ত গ্রাম এবং পার্বত্য অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। গ্রামাঞ্চলের শিশুরা অনলাইনের মাধ্যমে ক্লাসে যোগ দিতে পারবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আজ যে সব টাওয়ারের উদ্বোধন করা হয়েছে, সেগুলিতে ৫জি পরিষেবার ব্যবস্থা রয়েছে।
আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে দক্ষ তরুণ এবং একটি শক্তিশালী গবেষণা পরিমণ্ডল গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রতিটি সম্প্রদায় এবং দেশের প্রতিটি নাগরিকের কাছে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার নজিরবিহীন প্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেন শ্রী মোদী। এই সাফল্য অর্জনে রেকর্ড পরিমাণ লগ্নির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ২ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী মানুষকে কর দিতে হত। আর এখন বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হয় না।
জিএসটি সংস্কারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে মা এবং বোনেদের রান্নাঘরের খরচ অনেক কমেছে। সেইসঙ্গে তিনি বলেন, এখন মানুষের ওপর করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। উদাহরণ দিয়ে শ্রী মোদী বলেন, বিরোধীদের আমলে একটি ট্রাক্টর কেনার জন্য কৃষকদের ৭০,০০০ টাকা কর দিতে হত। আর এখন কৃষকরা এই একই ট্রাক্টরের জন্য প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারছেন।
ওড়িশার বিপুল সংখ্যক আদিবাসী জনসংখ্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২২ সেপ্টেম্বরের পর থেকে সিমেন্ট সহ বহু জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। নারীদের কল্যাণে তাঁর সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আয়ুষ্মান ভারত যোজনা চালু করা হয়েছে, যার মাধ্যমে মহিলারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হওয়া “সুস্থ নারী, সশক্ত পরিবার” প্রচারাভিযানের উল্লেখ করে শ্রী মোদী জানান, এই উদ্যোগের মাধ্যমে ৮ লক্ষের বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, ৩ কোটির বেশি মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই শিবিরগুলিতে ডায়াবেটিস, স্তন ক্যান্সার, যক্ষ্মা এবং সিকেল সেল অ্যানিমিয়ার মতো রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। এইসব শিবিরে স্বাস্থ্য পরীক্ষার জন্য মা, বোনেদের কাছে আর্জি জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ওড়িশায় ৬টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে এবং প্রায় ৬০টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে।
অনুষ্ঠানে ওড়িশার রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্ভাপতি, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জুয়াল ওরাম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
SC/MP/NS…
(Release ID: 2172334)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam