তথ্যওসম্প্রচারমন্ত্রক
মিডিয়া, বিনোদন এবং এভিজিসি-এক্সআর ক্ষেত্রে স্টার্টআপগুলির সহায়তায় ৭টি নতুন ইনকিউবেশন সেন্টার চালুর ঘোষণা স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্ল্যাটফর্ম ওয়েভ এক্স-এর
प्रविष्टि तिथि:
24 SEP 2025 9:39AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্ল্যাটফর্ম ওয়েভ এক্স দেশজুড়ে ৭টি নতুন ইনকিউবেশন সেন্টার চালুর ঘোষণা করেছে। এগুলি এভিজিসি-(অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্স, গেমিং, কমিক্স) এবং এক্সআর (এক্সটেন্ডেড রিয়্যালিটি) ক্ষেত্রের স্টার্টআপগুলির জন্য বিশেষ সহায়ক হবে।
৭টি নতুন কেন্দ্র :
যেসব জায়গায় এই ৭টি নতুন কেন্দ্র গড়ে তোলা হবে, সেগুলি হল-
১. ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি), দিল্লি
২. আইআইএমসি জম্মু
৩. আইআইএমসি ঢেঙ্কানল, ওড়িশা
৪. আইআইএমসি কোট্টায়াম, কেরল
৫. আইআইএমসি অমরাবতী, মহারাষ্ট্র
৬. ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) পুণে, মহারাষ্ট্র
৭. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট (এসআরএফটিআই) কলকাতা, পশ্চিমবঙ্গ
স্টার্টআপগুলি চলচ্চিত্র নির্মাণ, গেম ডেভেলপমেন্ট, এডিটিং এবং টেস্টিং-এর ক্ষেত্রে এই ইনকিউবেশন নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। মুম্বাইয়ের আইআইসিটি ইনকিউবেটরে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। ওয়েভ এক্স-এর আওতায় থাকা স্টার্টআপগুলি সেখানে গিয়ে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই পরিকাঠামো ব্যবহার করতে পারবে। অংশগ্রহণকারী স্টার্টআপগুলি ভিভাটেক (প্যারিস), গেম ডেভেলপার্স কনফারেন্স (আমেরিকা)-এর মতো মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাবে।
সুবিধা
নির্বাচিত স্টার্টআপগুলি ইনকিউবেশন সেন্টার ব্যবহারের পাশাপাশি সরকারি অর্থ সহায়তা এবং বিপণন ও বিক্রির ক্ষেত্রে পরামর্শ পাবে। তাদের সঙ্গে শিল্প ও সরকারি মহলের ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে। আইআইসিটি মুম্বাইতে যেসব সুযোগ-সুবিধা আছে, সেগুলি এই ইনকিউবেশন সেন্টারগুলিতেও পাওয়া যাবে।
ইনকিউবেশন সেন্টারে স্টার্টআপগুলি যে যে সুবিধা পাবে :
১. কাজের জায়গা, এভি/ডিজিটাল ল্যাব ও স্টুডিও
২. উচ্চগতিসম্পন্ন ল্যান/ওয়াইফাই, হোস্টিং সার্ভার, ক্লাউড ক্রেডিট এবং ইন্ডিয়া এআই কমপিউট পরিষেবা
৩. ওটিটি, ভিএফএক্স, ভিআর, গেমিং, অ্যানিমেশন, পাবলিশিং ও পোস্ট প্রোডাকশনে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ
৪. এই ক্ষেত্রের বিশ্ব নেতাদের পরামর্শ
৫. মাস্টার ক্লাস, বুট ক্যাম্প, পলিসি ক্লিনিক এবং বিনিয়োগকারীর সঙ্গে সংযোগ
আবেদনের প্রক্রিয়া :
আগ্রহী স্টার্টআপগুলি http://wavex.wavesbazaar.com/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে
১. স্টার্টআপের সংখ্যা :
প্রথম দফায় প্রতি জায়গায় ১৫টি করে স্টার্টআপকে সুযোগ দেওয়া হবে
২. মাসিক ফি :
৮,৫০০ টাকা+জিএসটি
৩. যোগ্যতা :
মিডিয়া, বিনোদন এবং এভিজিসি-এক্সআর ক্ষেত্রের স্টার্টআপগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।
SC/SD/NS….
(रिलीज़ आईडी: 2170685)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam