রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, দাদাসাহেব ফালকে সম্মান তুলে দিলেন শ্রী মোহনলালের হাতে

Posted On: 23 SEP 2025 8:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শ্রী শ্রী মোহনলালের হাতে দাদাসাহেব ফালকে সম্মান তুলে দেওয়ার পাশাপাশি ২০২৩ সালের ভিত্তিতে বিভিন্ন বিভাগে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

শ্রী মোহনলালের অবদানের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই অভিনেতা সবধরনের চরিত্রেই অনবদ্য। অন্য পুরস্কার বিজেতাদেরও অভিনন্দন জানান তিনি।

নারী-কেন্দ্রিক বিভিন্ন চলচ্চিত্র যেভাবে উৎকর্ষমানের নিরিখে প্রশংসা পাচ্ছে এবং পুরস্কার জিতে নিচ্ছে তা অত্যন্ত ইতিবাচক বলে রাষ্ট্রপতি মনে করেন। দারিদ্র, পিতৃতান্ত্রিক ব্যবস্থা সহ বিভিন্ন কারণে মহিলাদের আজও তীব্র সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলতে হয় বলে তিনি মনে করিয়ে দেন। সামাজিক সেইসব কুপ্রবণতার বিরুদ্ধে সংগ্রামে এইসব চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। 

ভারতের সামাজিক বৈচিত্র্যের প্রতিফলন এদেশের চলচ্চিত্র নির্মাণেও যথাযথভাবে প্রতিফলিত বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। তিনি বলেন, চলচ্চিত্র কেবলমাত্র একটি শিল্প নয়, সামাজিক সচেতনতার প্রসারে এক অন্যতম মাধ্যমও অবশ্যই। জনপ্রিয়তালাভের পাশাপাশি পরবর্তী প্রজন্মের সামনে উপযুক্ত দিশা নির্দেশ তুলে ধরাও চলচ্চিত্র শিল্পের কর্তব্য বলে তিনি মনে করিয়ে দেন।

রাষ্ট্রপতির ভাষণের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025923644701.pdf

 

SC/AC/SKD


(Release ID: 2170531) Visitor Counter : 6