প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জিএসটি সাশ্রয় উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে নাগরিকদের খোলা চিঠি প্রধানমন্ত্রীর

Posted On: 22 SEP 2025 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিএসটি সাশ্রয় উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে নাগরিকদের খোলা চিঠি লিখেছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“উৎসবের এই মরশুমে, আসুন, জিএসটি সাশ্রয় উৎসব উদযাপন করি। জিএসটি-র হার কমার অর্থ, প্রত্যেক পরিবারের আরও বেশি সঞ্চয় এবং ব্যবসার পরিবেশ আরও সহজ হওয়া।”

 

SC/SD/NS….  


(Release ID: 2170010)