প্রধানমন্ত্রীর দপ্তর
জিএসটি বচত উৎসব উদযাপনের জন্য সমস্ত নাগরিকদেরকে প্রধানমন্ত্রীর চিঠি
प्रविष्टि तिथि:
22 SEP 2025 6:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫: এই উৎসবের মরশুমে 'জিএসটি বচত উৎসব' উদযাপনের জন্য সকল নাগরিকদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "জিএসটি হার কমানোর অর্থ প্রতিটি পরিবারের জন্য আরও সঞ্চয় এবং ব্যবসার জন্য আরও স্বাচ্ছন্দ্য৷"
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন:
"এই উৎসবের মরশুমে, আসুন 'জিএসটি বচত উৎসব' উদযাপন করি! জিএসটি হার কমানোর অর্থ প্রতিটি পরিবারের জন্য আরও সঞ্চয় এবং ব্যবসার জন্য আরও স্বাচ্ছন্দ্য।"
*****
PS/DM/KMD
(रिलीज़ आईडी: 2169929)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English