পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
সরকার উজ্জ্বলার অধীনে অতিরিক্ত ২৫ লক্ষ এলপিজি সংযোগের অনুমোদন দিয়েছে
Posted On:
22 SEP 2025 5:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৫
মহিলাদের সশক্তিকরণে এক বড় পদক্ষেপ হিসেবে ২০২৫-২৬ অর্থ বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)-য় ২৫ লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগের অনুমোদন দিয়েছে সরকার।
এই উপলক্ষে মহিলা সুবিধাপ্রাপকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক্স-এ পোস্ট করেছেন :
“নবরাত্রির শুভ দিনে আমি উজ্জ্বলা পরিবারে যোগদানের জন্য সকল মা-বোনকে শুভেচ্ছা জানাই। এই পদক্ষেপ পবিত্র উৎসবে তাঁদের আনন্দে দেবে শুধু তাই নয়, মহিলা সশক্তিকরণে আমাদের সঙ্কল্পকেও আরও দৃঢ় করবে।”
এর আগে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। “নবরাত্রিতে বিনা ডিপোজিটে ২৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের দেবী দুর্গার মতোই যে শ্রদ্ধা করেন, তারই প্রমাণ। এতে আমাদের মা-বোনেদের মর্যাদা এবং ক্ষমতায়নের জন্য আমাদের সঙ্কল্প আরও দৃঢ় হবে। ভারতে উজ্জ্বলা অন্যতম প্রভাবশালী সামাজিক কল্যাণ কর্মসূচি হয়ে উঠেছে – রান্নাঘরে রূপান্তর ঘটিয়েছে, স্বাস্থ্যের সুরক্ষা করছে এবং সারা দেশের পরিবারগুলির ভবিষ্যৎ উজ্জ্বল করছে।”
এই নিয়ে পিএমইউওয়াই-তে গ্যাস সংযোগের সংখ্যা দাঁড়াল ১০.৫৮ কোটি। এর জন্য সরকারের খরচ হচ্ছে ৬৭৬ কোটি টাকা। এই কর্মসূচিতে ১৪.২ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয় (৫ কেজির সিলিন্ডারে আনুপাতিক হারে)। বছরে ৯টি পর্যন্ত সিলিন্ডার দেওয়া হয়ে থাকে। প্রথমবার রিফিল করতে এবং স্টোভের জন্য কোনও খরচ দিতে হয় না। ২০১৬ সালের মে মাসে ৮ কোটির লক্ষ নিয়ে পিএমইউওয়াই-এর সূচনা হয়েছিল যা পূরণ হয় ২০১৯-এর সেপ্টেম্বরে। এরপরে ২০২১-এর আগস্টে ১ কোটি অতিরিক্ত গ্যাস সংযোগ দিতে উজ্জ্বলা-২-এর সূচনা হয়, যা পূরণ হয় ২০২২-এর জানুয়ারিতে। এরপরে ৬০ লক্ষ অতিরিক্ত সংযোগ অনুমোদন করে সরকার, যা ২০২২-এর ডিসেম্বরের মধ্যেই অর্জিত হয়। এরপরেও ৭৫ লক্ষ সংযোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয় ২০২৪-এর জুলাইতে। ২০২৫-এর জুলাই পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১০.৩৩ কোটির বেশি সংযোগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে সুবিধাপ্রাপকরা www.pmuy.gov.in-এই পোর্টালে ক্লিক করুন অথবা রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির এলপিজি ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
SC/AP/DM.
(Release ID: 2169732)