প্রধানমন্ত্রীরদপ্তর
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে
Posted On:
17 SEP 2025 7:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন ডার লেয়েন-এর কাছ থেকে টেলিফোন পান।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আজ নতুন কৌশলগত ইইউ-ইন্ডিয়া কর্মসূচি ইইউ দ্বারা গৃহীত হওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক শক্তি হিসেবে নেতারা স্বাগত জানান পারস্পরিক সমৃদ্ধির জন্য ইন্ডিয়া-ইইউ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে গৃহীত প্রয়াসের পাশাপাশি, যৌথভাবে আন্তর্জাতিক বিষয়ের মোকাবিলা, সুস্থায়িত্ব রক্ষা এবং আইন-নির্ভর ব্যবস্থার জন্য।
দুই নেতাই এই বছর শেষ হওয়ার আগেই ইন্ডিয়া-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ করতে তাঁদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।
নেতারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে তাঁদের চিন্তাভাবনা ভাগ করে নেন। ইউক্রেনে সংঘর্ষের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানে ভারত একইরকম দায়বদ্ধ। প্রধানমন্ত্রী মোদী আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী ইন্ডিয়া-ইইউ শিখর সম্মেলনের জন্য পুনরায় তাঁর আমন্ত্রণ জানান।
SC/AP/DM.
(Release ID: 2167976)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam