সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

অধিক জিএসটি হ্রাস মূলতঃ সমবায়, কৃষক এবং গ্রামীণ উদ্যোগকে উৎসাহিত করার জন্য

Posted On: 06 SEP 2025 3:03PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

এক যুগান্তকারী সিদ্ধান্তে, কেন্দ্র সমবায়, কৃষক, গ্রামীণ উদ্যোগের উপর সরাসরি প্রভাব ফেলবে এবং দেশের ১০ কোটিরও বেশি দুগ্ধ চাষীদের উপকৃত করবে এমন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যাপক হারে হ্রাসের ঘোষণা করেছে। এই সংস্কারগুলি সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করবে, তাদের পণ্যগুলিকে প্রতিযোগিতামূলক করবে, তাদের পণ্যের চাহিদা বাড়বে এবং সমবায়গুলির আয় বৃদ্ধি করবে। এটি গ্রামীণ শিল্পোদ্যোগীদের উৎসাহিত করবে, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে সমবায়গুলিকে উৎসাহিত করবে এবং লক্ষ লক্ষ পরিবারের জন্য প্রয়োজনীয় পণ্যের সাশ্রয়ী মূল্যে কেনাকাটা সুনিশ্চিত করবে। এই জিএসটি হার হ্রাস কৃষি ও পশুপালনে সমবায়গুলিকে উপকৃত করবে, টেকসই কৃষি-অনুশীলনকে উৎসাহিত করবে এবং ছোট কৃষক এবং এফপিওগুলিকে উপকৃত করবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আনা #NextGenGST সংস্কারগুলি আমুলের মতো বৃহৎ সমবায় ব্র্যান্ড সহ সমগ্র দুগ্ধ সমবায় ক্ষেত্র দ্বারা প্রশংসিত হয়েছে।

 

দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ক্ষেত্রে, কৃষক এবং ভোক্তাদের সরাসরি স্বস্তি দিয়েছে, কারণ দুধ এবং পনির, ব্র্যান্ডেড বা আনব্র্যান্ডেড, জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাখন, ঘি এবং অনুরূপ পণ্যের উপর কর ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে এবং লোহা, ইস্পাত বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি দুধের ক্যানের উপরও জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

 

এই পদক্ষেপগুলি দুগ্ধজাত পণ্যগুলিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে, দুগ্ধ চাষীদের সরাসরি স্বস্তি দেবে এবং মহিলাদের নেতৃত্বাধীন গ্রামীণ শিল্পোদ্যোগগুলিকে, বিশেষ করে দুগ্ধ প্রক্রিয়াকরণে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করবে। সাশ্রয়ী মূল্যের দুগ্ধজাত পণ্যগুলি পরিবারের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং চর্বির উৎসগুলিকে আরও সাশ্রয়ী করে পুষ্টি সুরক্ষা বৃদ্ধি করবে এবং দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ক্ষেত্রে সমবায়গুলির আয় বৃদ্ধি করবে।

 

খাদ্য প্রক্রিয়াকরণ এবং গৃহস্থালীর জিনিসপত্রের ক্ষেত্রে, পনির, নমকিন, মাখন এবং পাস্তার উপর জিএসটি ১২% বা ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, যেখানে জ্যাম, জেলি, ইস্ট, ভুজিয়া এবং ফলের পাল্প বা জুস-ভিত্তিক পানীয়ের উপর এখন ৫% কর আরোপ করা হয়েছে। চকোলেট, কর্ন ফ্লেক্স, আইসক্রিম, পেস্ট্রি, কেক, বিস্কুট এবং কফির উপরও ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

 

জিএসটি কমানোর ফলে খাদ্যপণ্যের উপর পারিবারিক ব্যয় হ্রাস পাবে, আধা-শহুরে এবং গ্রামীণ এলাকায় চাহিদা বৃদ্ধি পাবে এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন সমবায় ক্ষেত্রে প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি খাদ্য প্রক্রিয়াকরণ, দুধ প্রক্রিয়াকরণ সমবায় এবং বেসরকারি দুগ্ধ শিল্পকে আরও উৎসাহিত করবে, যার ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে।

 

এছাড়াও, প্যাকিং পেপার, কেস এবং ক্রেটের উপর জিএসটি ৫% এ কমিয়ে আনা হয়েছে, যা সমবায় এবং খাদ্য উৎপাদনকারীদের জন্য সরবরাহ এবং প্যাকেজিং খরচ কমিয়ে আনবে।

 

১৮০০ সিসির কম ক্ষমতার ট্রাক্টরের উপর জিএসটি ৫% এ কমানো হয়েছে, যা ট্রাক্টরগুলিকে আরও সুলভ করে তুলবে এবং কেবল ফসল চাষিদেরই নয় বরং পশুপালন এবং মিশ্র কৃষিকাজে নিয়োজিত কৃষকদেরও লাভবান করবে, কারণ এই ট্রাক্টরগুলি পশুখাদ্য চাষ, খাদ্য পরিবহন এবং কৃষিজাত পণ্য আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে টায়ার এবং টিউব, হাইড্রোলিক পাম্প এবং অন্যান্য বেশ কয়েকটি যন্ত্রাংশের মতো ট্র্যাক্টরের উপাদানগুলিও ১৮% থেকে ৫% এ কমানো হয়েছে, যার ফলে খরচ আরও কমছে এবং কৃষিক্ষেত্রের অনেক সমবায় সরাসরি উপকৃত হচ্ছে।

 

অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ সারের উপর জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, যার ফলে ‘রিভার্স” শুল্ক কাঠামো সংশোধন করা হয়েছে, সার কোম্পানিগুলির জন্য ‘ইনপুট’ খরচ কমানো হয়েছে, কৃষকদের জন্য মূল্যবৃদ্ধি রোধ করা হয়েছে এবং বীজ বপনের মৌসুমে সুলভ মূল্যের সারের সময়মত সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে, যা কৃষিক্ষেত্রের অনেক সমবায়কে সরাসরি উপকৃত করবে।

 

একইভাবে, বারোটি জৈব-কীটনাশক এবং বেশ কয়েকটি মাইক্রোনিউট্রিয়েন্টের উপর জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে, জৈব-ভিত্তিক উপকরণগুলিকে আরও সাশ্রয়ী করে পরিবেশ-বান্ধব এবং টেকসই কৃষিকাজকে উৎসাহিত করা হয়েছে, কৃষকদের উন্নত মাটির স্বাস্থ্য এবং ফসলের গুণমানের জন্য রাসায়নিক থেকে জৈব-কীটনাশকের দিকে ঝুঁকতে উৎসাহিত করা হয়েছে, সরকারের প্রাকৃতিক কৃষি মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষুদ্র জৈব কৃষক এবং এফপিওগুলিকে সরাসরি সুবিধা প্রদান করা হয়েছে। এই পরিবর্তন আবারও কৃষিক্ষেত্রের অনেক সমবায়কে উপকৃত করবে।

 

ট্রাক এবং ডেলিভারি ভ্যানের মতো বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে, যার ফলে ভারতের সরবরাহ শৃঙ্খলের মেরুদণ্ড হিসেবে কাজ করে এমন ট্রাকগুলির প্রাথমিক মূলধন ব্যয় হ্রাস পেয়েছে, যা প্রায় ৬৫-৭০% পণ্য পরিবহন করে, যার ফলে প্রতি টন-কিমিতে পণ্য পরিবহনের হার হ্রাস পেয়েছে এবং একটি ‘ক্যাসকেডিং’ প্রভাব তৈরি হয়েছে যা কৃষি পণ্য পরিবহনকে সস্তা করে, সরবরাহ খরচ কমায় এবং রপ্তানি প্রতিযোগিতা উন্নত করে। ইনপুট ট্যাক্স ক্রেডিট(আইটিসি)সহ পণ্য পরিবহনের তৃতীয় পক্ষের বিমার উপর জিএসটি ১২% থেকে ৫% এ কমিয়ে আনা এই প্রচেষ্টাগুলির পরিপূরক হয়ে উঠেছে।

 

 

SC/SB/DM


(Release ID: 2164448) Visitor Counter : 2