প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা ফিনল্যান্ডের রাষ্ট্রপতির
Posted On:
27 AUG 2025 8:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাব।
প্রেসিডেন্ট স্টাব ইউক্রেনে সংঘর্ষ নিরসন প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সম্পর্কে তাঁর মূল্যায়ন প্রধানমন্ত্রী শ্রী মোদীকে জানান।
দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা নিয়ে শান্তিপূর্ণ যে কোনো সমাধানসূত্রের প্রতি ভারত যে নিরবচ্ছিন্ন সমর্থন জানিয়ে আসছে, শ্রী মোদী পুনরায় সেকথা ব্যক্ত করেন।
উভয় নেতা ভারত ও ফিনল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন এবং কোয়ান্টাম প্রযুক্তি, ৬জি, কৃত্রিম্ মেধা, সাইবার সুরক্ষা এবং সুস্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও প্রসারিত করা নিয়ে পারস্পরিক দায়বদ্ধতার কথা ব্যক্ত করেছেন।
রাষ্ট্রপতি স্টাব পারস্পরিক লাভদায়ক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ফিনল্যান্ডের সমর্থনের কথা পুনরায় জানান। ২০২৬ সালে ভারতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর সার্বিক সাফল্যও কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্টাবকে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতা পরস্পরের মধ্যে যোগাযোগ বজায় রাখবেন বলে সম্মত হয়েছেন।
SC/AB/DM..
(Release ID: 2161449)
Visitor Counter : 4
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam