রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গণেশ চতুর্থীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 26 AUG 2025 4:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গণেশ চতুর্থীর প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন। 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন:

 “গণেশ চতুর্থী উপলক্ষে দেশ এবং বিদেশে বসবাসরত প্রতিটি ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। 

অত্যন্ত নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করা হয়। জ্ঞান ও মঙ্গলের উৎস হিসেবে ভগবান শ্রীগণেশকে পুজো করা হয়। নতুন সূচনা এবং সমস্ত বাধা দূর করার জন্য আমরা তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। এই উৎসব নতুন লক্ষ্য ও ইতিবাচক চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের প্রেরণা যোগায়।

এই উৎসব উদযাপনের পাশাপাশি, পরিবেশ রক্ষা, পরিচ্ছন্ন সবুজ  এবং আরও সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে আমাদের কাজ করা উচিত।"

 

SC/MP/SB


(Release ID: 2160951)