প্রধানমন্ত্রীরদপ্তর
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
Posted On:
23 JAN 2025 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জানুয়ারী ২০২৫
প্রধানমন্ত্রী : ২০৪৭ পর্যন্ত দেশের লক্ষ্য কী?
ছাত্র : দেশকে উন্নত করা।
প্রধানমন্ত্রী : নিশ্চিত?
ছাত্র : হ্যাঁ স্যার।
প্রধানমন্ত্রী : ২০৪৭ কেন ঠিক করা হয়েছে?
ছাত্র : তখন পর্যন্ত আমাদের প্রজন্ম প্রস্তুত হয়ে যাবে।
প্রধানমন্ত্রী : একটা। আরেকটা?
ছাত্র : স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে।
প্রধানমন্ত্রী : শাবাশ!
প্রধানমন্ত্রী : সাধারণত ক'টায় বাড়ি থেকে বের হও?
ছাত্র : সকাল ৭টায়।
প্রধানমন্ত্রী : তাহলে কি খাবার সঙ্গে নিয়ে বের হও?
ছাত্র : না স্যার, না স্যার।
প্রধানমন্ত্রী : আরে আমি খাব না। বলো তো।
ছাত্র : স্যার খেয়ে এসেছি।
প্রধানমন্ত্রী : খেয়ে এসেছ, সঙ্গে আনোনি? আচ্ছা, তোমাদের মনে হয়েছে প্রধানমন্ত্রী সেটা খেয়ে নেবেন।
ছাত্র : না স্যার।
প্রধানমন্ত্রী : আচ্ছা, আজ কী দিবস?
ছাত্র : স্যার, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
প্রধানমন্ত্রী : হ্যাঁ।
প্রধানমন্ত্রী : তাঁর জন্ম কোথায় হয়েছিল?
ছাত্র : ওড়িশায়।
প্রধানমন্ত্রী : ওড়িশার কোথায়?
ছাত্র : কটকে।
প্রধানমন্ত্রী : তাহলে আজ কটকে বড় অনুষ্ঠান হচ্ছে।
প্রধানমন্ত্রী : নেতাজির কোন স্লোগান তোমাকে অনুপ্রাণিত করে?
ছাত্র : “আমি তোমাদের স্বাধীনতা দেব।”
প্রধানমন্ত্রী : দেখো, আজাদী তো পাওয়া গেছে। এখন আর রক্ত দেওয়ার দরকার নেই। তো কী দেবে?
বিদ্যার্থী : স্যার, উনি একজন দেশসেবক ছিলেন এবং দেশের প্রতি অনুগত প্রাণ ছিলেন। সেখান থেকে আমরা অনেক প্রেরণা পাই।
প্রধানমন্ত্রী : প্রেরণা তো মেলে, কিন্তু কিসের?
বিদ্যার্থী : স্যার, আমাদের এসডিজি কোর্সের মাধ্যমে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে চাই।
প্রধানমন্ত্রী : আচ্ছা, ভারতে কার্বন ফুটপ্রিন্ট কমাতে কী কী হচ্ছে?
বিদ্যার্থী : স্যার, বৈদ্যুতিক যানবাহন তো চলে এসেছে।
প্রধানমন্ত্রী : বৈদ্যুতিক যানবাহন, শাবাশ! আর কী?
বিদ্যার্থী : স্যার, বাসগুলোও এখন বৈদ্যুতিক হচ্ছে।
প্রধানমন্ত্রী : বৈদ্যুতিক বাস এসেছে, তারপর?
বিদ্যার্থী : হ্যাঁ স্যার, আর এখন...
প্রধানমন্ত্রী : তোমাদের জানা আছে দিল্লিতে ভারত সরকার কতগুলো বৈদ্যুতিক বাস দিয়েছে?
বিদ্যার্থী : স্যার, অনেক।
প্রধানমন্ত্রী : ১২০০। আরও দেওয়া হবে। সারা দেশে প্রায় ১০ হাজার বাস বিভিন্ন শহরে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী : আচ্ছা, পিএম সূর্যঘর যোজনা সম্পর্কে জানো? এটা কার্বন ফুটপ্রিন্ট কমানোর দিকে বড় পদক্ষেপ। তোমরা বলবে, নাকি আমি বলব?
বিদ্যার্থী : হ্যাঁ স্যার, আপনি বলুন।
প্রধানমন্ত্রী : দেখো, পিএম সূর্যঘর যোজনা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ। এর অধীনে প্রতিটি বাড়িতে সোলার প্যানেল লাগানো হবে।
বিদ্যার্থী : হ্যাঁ স্যার।
প্রধানমন্ত্রী : সূর্যের শক্তি থেকে যে বিদ্যুৎ তৈরি হবে, তাতে পরিবারের বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। যদি তোমরা চার্জার লাগাও, তবে বৈদ্যুতিক যানবাহনের চার্জিংও সেখান থেকেই হবে। এতে পেট্রোল-ডিজেলের খরচ বাঁচবে, দূষণও হবে না।
বিদ্যার্থী : হ্যাঁ স্যার, একদম ঠিক।
প্রধানমন্ত্রী : আর ব্যবহার করার পর যদি বিদ্যুৎ বাড়তি থাকে, তবে সরকার সেটি কিনে নেবে এবং তোমাদের টাকা দেবে। অর্থাৎ, তোমরা ঘরে বিদ্যুৎ তৈরি করে আয়ও করতে পারবে।
প্রধানমন্ত্রী : জয় হিন্দ।
বিদ্যার্থী : জয় হিন্দ।
প্রধানমন্ত্রী : জয় হিন্দ।
বিদ্যার্থী : জয় হিন্দ।
প্রধানমন্ত্রী : জয় হিন্দ।
বিদ্যার্থী : জয় হিন্দ।
SC/PK.
(Release ID: 2160277)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam