প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত মহাকাশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে; সংস্কারগুলি তরুণদের এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণে উৎসাহিত করছে: প্রধানমন্ত্রী
Posted On:
23 AUG 2025 1:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ আগস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ১৪০ কোটি ভারতবাসীর দক্ষতা এবং প্রতিভা দিয়ে ভারত মহাকাশ জগতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন যে আমাদের সরকার মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের সূচনা করেছে, যা তরুণদের, বেসরকারি ক্ষেত্রকে এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণ করতে এবং ভারতের মহাকাশ যাত্রায় অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেছে।
জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে আগামী বছরগুলিতে দেশ মহাকাশ ক্ষেত্রে আরও উচ্চতা অর্জন করবে। শ্রী মোদী ভারতের মহাকাশ যাত্রার ক্ষমতায়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ভারতের মহাকাশ যাত্রা এবং ভারতের মহাকাশ স্টার্টআপগুলির সাফল্য সম্পর্কে MyGovIndia-এর এক্স থ্রেড পোস্টের জবাবে শ্রী মোদী বলেছেন;
“১৪০ কোটি ভারতবাসীর দক্ষতায় আমাদের দেশ মহাকাশ জগতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এবং, আমরা আরও অনেক কিছু করতে যাচ্ছি!
#NationalSpaceDay”
“আমাদের সরকার মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন সংস্কারের সূচনা করেছে, যা তরুণদের, বেসরকারি ক্ষেত্র এবং স্টার্টআপগুলিকে নতুন সীমানা অন্বেষণ করতে এবং ভারতের মহাকাশ যাত্রায় অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেছে।”
#NationalSpaceDay”
SC/SB/DM
(Release ID: 2160249)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam