প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

Posted On: 23 AUG 2025 12:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অগাস্ট ২০২৫

 

মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, ইসরো ও মহাকাশ ক্ষেত্রের সঙ্গে যু্ক্ত সমস্ত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা, আমার প্রিয় দেশবাসীবৃন্দ!

জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। এই বছরের মহাকাশ দিবসের বিষয়বস্তু হল 'আর্যভট্ট থেকে গগণযান : প্রাচীন প্রজ্ঞা থেকে অনন্ত সম্ভাবনা'। আজ আমরা দেখতে পাচ্ছি, কীভাবে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাতীয় মহাকাশ দিবস আমাদের তরুণদের কাছে উদ্দীপনা ও অনুপ্রেরণার ক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি ভারতে 'জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াড' অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৬০টির বেশি দেশের প্রায় ৩০০ জন তরুণ অংশ নিয়েছিলেন। এই অলিম্পিয়াড হল, মহাকাশ ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রতীক। 

বন্ধুগণ, 

মহাকাশ ক্ষেত্রে ভারত এবং আমাদের বিজ্ঞানীরা এখন একের পর এক মাইলফলক অর্জন করে চলেছেন। মাত্র ২ বছরের মধ্যে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে ইতিহাস তৈরি করেছে।  মাত্র ৩ দিন আগে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছেন। গ্রুপ ক্যাপটেন শুভাংশুর সঙ্গে আমার কথোপকথনের সময় আমি নতুন ভারতের তরুণদের মধ্যে অসীম সাহস এবং অনন্ত স্বপ্ন দেখতে পেয়েছি। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ভারতীয় মহাকাশচারীদের একটি পুল তৈরির প্রস্তুতি নিচ্ছি। 

বন্ধুগণ, 

আজকের ভারত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন ও বৈদ্যুতিক প্রপালশনের মতো প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। খুব শীঘ্রই ভারত গগণযান মহাকাশে পাঠাবে এবং নিজেদের মহাকাশ স্টেশনও তৈরি করবে। আমরা ইতিমধ্যেই চাঁদে ও মঙ্গলে পা রেখেছি এবং ভবিষ্যতে আরও দূরে মহাকাশযান পাঠাতে চাই। 

বন্ধুগণ, 

গত ১১ বছরে ভারত মহাকাশ ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ সংস্কার করে চলেছে। এক সময় এক্ষেত্রে বহু বাধা ও বিধিনিষেধ ছিল। আমরা সেগুলিকে দূর করেছি। আমরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণের অনুমতি দিয়েছি। আজ ৩৫০-এর বেশি স্টার্টআপ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে চলেছে। বেসরকারি ক্ষেত্রের তৈরির প্রথম পিএসএলভি রকেট শীঘ্রই উৎক্ষেপণ করা হবে। সরকারি - বেসরকারি উদ্যোগে আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। 

বন্ধুগণ, 

বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, ভারতের মাটি থেকে বছরে প্রায় ৫ থেকে ৬টি বড় বড় উৎক্ষেপণ হচ্ছে। আমি চাই, আগামী ৫ বছরের মধ্যে আমরা যাতে বছরে ৫০টি করে রকেট উৎক্ষেপণ করতে পারি, সেই লক্ষ্যে বেসরকারি ক্ষেত্র এগিয়ে আসুক। 

বন্ধুগণ, 

আজকের ভারতের প্রশাসনিক কাজকর্মে মহাকাশ প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফসল বিমা যোজনায় উপগ্রহ নির্ভর মূল্যায়ন, উপগ্রহের মাধ্যমে মৎস্যজীবীদের তথ্য ও সুরক্ষা প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা অথবা পিএম গতি শক্তি জাতীয় মাস্টার পরিকল্পনায় ভূ-স্থানিক তথ্যের ব্যবহার, যাই হোক না কেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি সাধারণ নাগরিকদের জীবনযাপনকে সহজ করেছে। কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরেই মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়াতে গতকাল আমরা 'ন্যাশনাল মিট ২.০'-এর আয়োজন করেছিলাম। ভবিষ্যতেও এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, আগামীদিনে ভারতের মহাকাশযাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছবে। এই বিশ্বাস নিয়ে জাতীয় মহাকাশ দিবসে আমি আবার আপনাদের শুভেচ্ছা জানাই। 

ধন্যবাদ!

 


SC/MP/AS


(Release ID: 2160248)