প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

Posted On: 21 AUG 2025 6:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৫

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় বর্তমানে চলতে থাকা শান্তি প্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। 

সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানো নিয়ে ভারতের ধারাবাহিক সমর্থনের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁদের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, প্রযুক্তি এবং শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা হয়।


 ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করা এবং ২০২৬-এ যথাযথভাবে ‘উদ্ভাবন বর্ষ’ উদযাপন নিয়ে তাঁরা যৌথ অঙ্গীকার করেন। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।  

 


SC/MP/NS


(Release ID: 2159730)