সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
টোলপ্লাজায় টু-হুইলার থেকে মাশুল আদায় নিয়ে অসত্য সংবাদের বিশদে ব্যাখ্যা
Posted On:
21 AUG 2025 1:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৫
টোল প্লাজায় টু-হুইলার থেকে মাশুল আদায় নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো অসত্য সংবাদ প্রসঙ্গে এনএইচএ জানিয়েছে, সারাদেশে ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাগুলিতে টু-হুইলার থেকে কোনও মাশুল আদায় করা হয় না। ন্যাশনাল হাইওয়েগুলিতে মাশুল আদায় হয় ন্যাশনাল হাইওয়ে ফি (ডিটারমিনেশন অফ রেটস অ্যান্ড কালেকশন) বিধি ২০০৮ অনুসারে এবং টু হুইলার থেকে মাশুল আদায়ের কোনও প্রস্তাব নেই।
বিধি অনুযায়ী টোল প্লাজাগুলিতে মাশুল আদায় করা হয় চার অথবা তার বেশি সংখ্যক চাকার গাড়ি থেকে যারমধ্যে আছে গাড়ি, জিপ, ভ্যান অথবা হাল্কা মোটরযান/হালকা বাণিজ্যিক যান, হালকা পণ্যবাহী যান অথবা মিনিবাস/বাস অথবা ট্রাক/হেভি কনস্ট্রাকশন মেশিনারি (এইচসিএম) অথবা আর্থ মুভিং ইকুইপমেন্ট (ইএমই) অথবা মাল্টি অ্যাক্সেল ভেহিকল (এমএভি) (তিন থেকে ছটি অ্যাক্সেল)/ অতিরিক্ত আকারের বড় গাড়ি (সাত অথবা তার বেশি অ্যাক্সেল) থেকে।
SC/ AP /AG
(Release ID: 2159032)