স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমব্যয় মন্ত্রী শ্রী অমিত শাহ লোকসভায় সংবিধান (১৩০তম সংশোধনী) বিধেয়ক, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিধেয়ক, ২০২৫, এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিধেয়ক, ২০২৫, পেশ করেছেন
Posted On:
20 AUG 2025 7:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমব্যয় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ লোকসভায় সংবিধান (১৩০তম সংশোধনী) বিধেয়ক, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিধেয়ক, ২০২৫, এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিধেয়ক, ২০২৫, পেশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমব্যয় মন্ত্রী এক্স-এ একগুচ্ছ পোস্টে জানিয়েছেন যে, দেশে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে মোদি সরকারের দায়বদ্ধতা এবং জনক্ষোভের বিষয়টি বিবেচনা করে তিনি আজ লোকসভার অধ্যক্ষের সম্মতিতে সংবিধান সংশোধনী বিধেয়ক পেশ করেছেন। এই বিধেয়ক নিশ্চিত করবে যে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি যেমন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীগণ এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের মন্ত্রীগণ কারাগারে থাকাকালীন সরকার চালাতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন যে, এই বিধেয়কের উদ্দেশ্য জনজীবনে আদর্শের মানের নিম্নগামিতাকে উর্ধ্বমুখী করা এবং রাজনীতিতে সততা আনা।
শ্রী অমিত শাহ জানিয়েছেন যে, এই তিন বিধেয়ক থেকে উদ্ভূত আইন নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করবে :
১) কোনও ব্যক্তি গ্রেফতার হলে এবং কারাবাস করলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে কাজ করতে পারবেন না।
২) যখন সংবিধান রচনা হয়েছিল তার স্থপতিরা ভাবতেই পারেননি যে ভবিষ্যতে এমন রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্ভব হবে যিনি গ্রেফতার হওয়ার আগে আদর্শের খাতিরে পদত্যাগ করতে অস্বীকার করবেন। সাম্প্রতিক বছরগুলিতে দেশে চমকপ্রদ পরিস্থিতির উদ্ভব হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রীরা ইস্তফা না দিয়ে কারাগার থেকে অনৈতিকভাবে সরকার চালিয়েছেন।
৩) এই বিধেয়কে একটি সংস্থান আছে যেখানে অভিযুক্ত রাজনীতিক তাঁর গ্রেফতারের ৩০ দিনের মধ্যে আদালত থেকে জামিন চাইতে পারেন, যদি তাঁরা ৩০ দিনের মধ্যে জামিন পেতে ব্যর্থ হন, ৩১-তম দিনে হয় কেন্দ্রে প্রধানমন্ত্রী অথবা রাজ্যগুলির মুখ্যমন্ত্রীগণ তাদের পদ থেকে সরিয়ে দেবেন; নচেৎ তাঁরা স্বয়ংক্রিয়ভাবেই তাঁদের কাজ করার জন্য আইনত অযোগ্য বলে বিবেচিত হবেন। আইনি প্রক্রিয়ার পর যদি তেমন কোনও নেতা জামিন পান তাঁরা তাঁদের পদে পুনরায় বহাল হতে পারবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমব্যয় মন্ত্রী জানিয়েছেন যে, এখন দেশের মানুষরাই সিদ্ধান্ত নিক যে কারাগার থেকে কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর সরকার চালানো উচিত কিনা ? তিনি বলেছেন যে, একদিকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সংবিধান সংশোধনী পেশ করে নিজেকেই আইনের আওতায় এনেছেন অন্যদিকে, সমগ্র বিরোধী পক্ষ যার নেতৃত্বে প্রধান বিরোধী দল এর বিরোধিতা করেছে, তাদের ইচ্ছা এই আইনের আওতার বাইরে থাকা, কারাগার থেকে সরকার চালানো এবং ক্ষমতা আঁকড়ে থাকা।
শ্রী অমিত শাহ বলেছেন যে, দেশ এখনও সেই সময় মনে রেখেছে, এই মর্যাদাপূর্ণ সভাতেই জরুরি অবস্থার সময় তদানীন্তন প্রধানমন্ত্রী ৩৯তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিশেষ অগ্রাধিকার অনুমোদন করে যাতে তাদের বিরুদ্ধে কোনওরকম আইনি ব্যবস্থা না নেওয়া যায়। একদিকে এটাই প্রধান বিরোধী দলের কর্মসংস্কৃতি এবং নীতির প্রতিফলন যা সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আইনের ওপরে ঠাঁই দেয়। অন্যদিকে আমাদের দলের নীতি, আমাদের নিজের সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ এবং মুখ্যমন্ত্রীদের আইনের আওতায় আনা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমব্যয় মন্ত্রী জানিয়েছেন যে আজ এই সভায় প্রধান বিরোধী দলের এক নেতা তাঁর সম্পর্কে একটি ব্যক্তিগত মন্তব্য করেছেন, দাবি করেছেন যে, যখন প্রধান বিরোধী দল একটি সাজানো মামলায় মিথ্যা করে অভিযোগ এবং গ্রেফতার করে তিনি নাকি ইস্তফা দেননি। শ্রী শাহ আরও বলেছেন যে তিনি প্রধান বিরোধী দলকে মনে করিয়ে দিতে চান যে তিনি গ্রেফতার হওয়ার আগেই ইস্তফা দিয়েছিলেন এবং এমনকি জামিন পাওয়ার পরও তিনি কোনও সাংবিধানিক পদ গ্রহণ করেননি যতক্ষণ না পুরোপুরি ছাড় পেয়েছিলেন আদালতে। আদালত তার বিরুদ্ধে মিথ্যা মামলা খারিজ করে দেয়। জানায় যে এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শ্রী অমিত শাহ জানিয়েছেন যে আমাদের দল এবং এনডিএ সবসময় আদর্শের মূল্যবোধের পক্ষে সওয়াল করে। শ্রী শাহ বলেছেন যে, প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে এই বিধেয়কটি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে পেশ করা হবে যেখানে এটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তৎসত্ত্বেও সবরকম সভ্যতাভব্যতা ভুলে বিরোধী জোট হৈহট্টগোল করে এই বিধেয়কের বিরোধিতা করেছে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে, ফলে জনসমক্ষে তাদের রূপ পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে।
SC/ AP /AG
(Release ID: 2159017)
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada