স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ লোকসভায় সংবিধান ( ১৩০ তম সংশোধনী) বিল, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিল, ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫ পেশ করেছেন
দেশে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের অঙ্গীকার এবং জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে সাংবিধানিক সংশোধনী বিলটি পেশ করা হয়েছে
Posted On:
20 AUG 2025 7:40PM by PIB Agartala
নতুন দিল্লি, ২০ আগষ্ট, ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ লোকসভায় সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিল, ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫ পেশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী 'এক্স'-এর একাধিক পোস্টে বলেছেন, দেশে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের প্রতিশ্রুতি এবং জনরোষের কথা বিবেচনা করে, তিনি আজ লোকসভার স্পিকারের সম্মতিতে সংসদে একটি সাংবিধান সংশোধনী বিল পেশ করেছেন। এই বিল নিশ্চিত করে যে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীদের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা কারাগারে থাকাকালীন সময়ে সরকার পরিচালনা করতে পারবেন না। তিনি আরও বলেছেন যে, এই বিলের উদ্দেশ্য হল জনজীবনে নৈতিকতার ক্রমহ্রাসমান মানকে উন্নত করা এবং রাজনীতিতে সততা নিয়ে আসা।
শ্রী অমিত শাহ বলেছেন, এই তিনটি বিল থেকে উদ্ভূত আইনগুলি নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করবে:
১. গ্রেফতার এবং কারাগারে থাকাকালীন কোনও ব্যক্তি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হিসেবে পদে অধিষ্টিত থাকতে পারবেন না।
২. যখন সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তখন এর স্থপতিরা কল্পনাও করতে পারেননি যে ভবিষ্যতে এমন রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন যারা গ্রেপ্তার হওয়ার আগে নৈতিকতার কারণে পদত্যাগ করতে অস্বীকৃতি জানাবেন। সাম্প্রতিক বছরগুলিতে, দেশে একটি আশ্চর্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা পদত্যাগ না করেই অনৈতিকভাবে জেল থেকে সরকার পরিচালনা করেছেন।
৩. এই বিলে এমন একটি বিধান রয়েছে যা একজন অভিযুক্ত রাজনীতিবিদকে গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আদালত থেকে জামিন চাইতে পারে। যদি তারা ৩০ দিনের মধ্যে জামিন পেতে ব্যর্থ হন, তাহলে ৩১ তম দিনে, কেন্দ্রের প্রধানমন্ত্রী অথবা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের পদ থেকে অপসারণ করবেন; অন্যথায়, তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালনের জন্য আইনত অযোগ্য হয়ে যাবেন। আইনি প্রক্রিয়া শেষে যদি এই জাতীয় নেতাকে জামিন দেওয়া হয়, তাহলে তারা তাদের পদ ফিরে পেতে পারেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায়মন্ত্রী বলেছেন, এখন দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে, একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অথবা প্রধানমন্ত্রীর জেল থেকে সরকার পরিচালনা করা কি উপযুক্ত? তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজেকে আইনের আওতায় আনার জন্য একটি সাংবিধানিক সংশোধনী এনেছেন, অন্যদিকে, প্রধান বিরোধী দলের নেতৃত্বে সমগ্র বিরোধী দল এর বিরোধিতা করেছে, কারণ তারা আইনের আওতার বাইরে থাকতে, জেল থেকে সরকার পরিচালনা করতে এবং ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়।
শ্রী শাহ বলেন, দেশ এখনও সেই সময়ের কথা মনে রাখে যখন জরুরি অবস্থার সময় এই অত্যন্ত সম্মানিত সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী ৩৯তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করেছিলেন, যাতে তাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া না যায়। একদিকে, এটি প্রধান বিরোধী দলের কর্মসংস্কৃতি এবং নীতিকে প্রতিফলিত করে, যারা সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে চায়। অন্যদিকে, আমাদের দলের নীতি হল আমাদের নিজস্ব সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের আইনের আওতায় নিয়ে আসা৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী বলেছেন, আজ সংসদে, প্রধান বিরোধী দলের একজন নেতা তাঁর সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করেছেন, দাবি করেছেন যে যখন প্রধান বিরোধী দল তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়ে একটি বানোয়াট মামলায় গ্রেপ্তার করেছিল, তখন তিনি পদত্যাগ করেননি। শ্রী শাহ আরও বলেন, তিনি প্রধান বিরোধী দলকে মনে করিয়ে দিতে চান যে, তিনি গ্রেপ্তারের আগে পদত্যাগ করেছিলেন এবং জামিনে মুক্তি পাওয়ার পরেও, আদালত কর্তৃক সম্পূর্ণরূপে খালাস না হওয়া পর্যন্ত তিনি কোনও সাংবিধানিক পদ গ্রহণ করেননি। তিনি বলেন, আদালত তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা খারিজ করে দিয়েছে, এই বলে যে এটি রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা অনুপ্রাণিত ছিল৷
শ্রী অমিত শাহ বলেন, আমাদের দল এবং এনডিএ সর্বদা নৈতিক মূল্যবোধের সমর্থক। শ্রী শাহ বলেন, শুরু থেকেই এটা স্পষ্ট ছিল যে এই বিলটি সংসদের যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) সামনে উপস্থাপন করা হবে, যেখানে এটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তা সত্ত্বেও, সমস্ত লজ্জা এবং শালীনতা ত্যাগ করে, বিরোধী জোট দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করার জন্য অভদ্র আচরণের সাথে বিলটির বিরোধিতা করেছে, যার ফলে জনগণের সামনে নিজেদের সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে।
*****
KMD/DM
(Release ID: 2159678)