রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ট্রেনি অফিসারদের

Posted On: 19 AUG 2025 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৫ 

 

আজ রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ফরেন সার্ভিস (২০২৪ ব্যাচ)-এর ট্রেনি অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। 


ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার জন্য তিনি আধিকারিকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের কর্মজীবনের যাত্রাপথে শান্তি, বহুত্ববাদ, অহিংসা এবং মত বিনিময়ের মতো মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তিনি বলেন, গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, ডিজিটাল বিপ্লব, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। 

শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বের প্রধান প্রধান চ্যালেঞ্জগুলির সমাধানের ক্ষেত্রে ভারত এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভারত শুধুমাত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশই নয়, সেইসঙ্গে এর আর্থিক শক্তিরও উত্থান ঘটছে। 


তিনি বলেন, কূটনীতিক, আইএফএস আধিকারিকরা হলেন ভারতের প্রথম মুখ, যাঁদের বক্তব্য, কর্মকাণ্ড এবং মূল্যবোধের মধ্য দিয়ে গোটা বিশ্ব ভারতকে দেখে। 


রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে আমাদের কূটনৈতিক প্রয়াস চালানো উচিত। ভারত আত্মার দূত হিসেবে কাজ করার জন্য তিনি আইএফএস আধিকারিকদের কাছে আবেদন জানান।


রাষ্ট্রপতির সম্পূর্ণ বক্তব্যটি পড়তে এই লিঙ্কটি দেখুন

- https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/aug/doc2025819616001.pdf

 

SC/MP/SB


(Release ID: 2158011)