রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

Posted On: 13 AUG 2025 6:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ আগস্ট ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্-সন্ধ্যায় (আগস্ট ১৪, ২০২৫) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

আকাশবাণী ও দূরদর্শনের সবক’টি কেন্দ্র থেকে হিন্দিতে রাষ্ট্রপতির ভাষণের সম্প্রচার হবে সন্ধ্যা ৭টা থেকে। এরপর, সম্প্রচারিত হবে তার ইংরেজি তর্জমা। দূরদর্শনের আঞ্চলিক কেন্দ্রগুলি থেকে সেই অঞ্চলের ভাষায় ভাষণটির তর্জমা সম্প্রচারিত হবে তার পরে। আকাশবাণীর আঞ্চলিক কেন্দ্রগুলি থেকে আঞ্চলিক ভাষায় রাষ্ট্রপতির ভাষণের তর্জমা সম্প্রচারিত হবে রাত ৯-৩০ মিনিটে। 

 

SC/AC/DM


(Release ID: 2156302)