প্রধানমন্ত্রীরদপ্তর
আগামী ৬ অগাস্ট কর্তব্য ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Posted On:
04 AUG 2025 5:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬ অগাস্ট বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এলাকাটি ঘুরে দেখবেন তিনি। এরপর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সেখানে একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন।
আধুনিক, দক্ষ এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। ৬ অগাস্ট চালু হতে চলা কর্তব্য ভবন – ০৩ সেন্ট্রাল ভিস্তা এলাকার সামগ্রিক রূপান্তরের একটি অঙ্গ। এরপর, সেখানে আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সচিবালয় ভবনের উদ্বোধন হবে। ঐ অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের অভিন্ন সচিবালয় চত্বর প্রশাসনে সমন্বয় আরও বৃদ্ধি করবে।
বর্তমানে শাস্ত্রী ভবন, কৃষি ভবন, উদ্যোগ ভবন কিংবা নির্মাণ ভবনের মতো ৫০-৭০ দশকে তৈরি হওয়া পুরনো বাড়িগুলিতে রয়েছে বিভিন্ন মন্ত্রকের দপ্তর।
কর্তব্য ভবন – ০৩ গড়ে উঠেছে ১.৫ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে। জি +৬ অত্যাধুনিক বাড়িটিতে থাকবে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, যোগাযোগ, পেট্রোলিয়াম মন্ত্রকের দপ্তর। পরিবেশ-বান্ধব নির্মাণ প্রণালীতে নির্মিত হয়েছে এই ভবনটি। সেখানে বসানো সৌর প্যানেল থেকে বছরে ৫.৩৪ লক্ষ ইউনিটেরও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে।
SC/AC/SB
(Release ID: 2152448)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam