নারীওশিশুবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার জন্য বিশেষ নিবন্ধন অভিযানের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে
Posted On:
04 AUG 2025 3:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (পিএমএমভিওয়াই)-র জন্য বিশেষ নিবন্ধন অভিযানের সময়সীমা ১৫ অগাস্ট, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের নেতৃত্বে বাড়ি বাড়ি চলতি সচেতনতা সহ নথিভুক্তি অভিযানের লক্ষ্য হ’ল – গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলাদের কাছে পৌঁছনো এবং এই প্রকল্পের আওতায় তাঁদের নাম নথিভুক্ত নিশ্চিত করা। পিএমএমভিওয়াই গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মায়েদের পুষ্টিকর খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি, কন্যা সন্তানের প্রতি যেন ইতিবাচক মনোভাব বজায় থাকে, তার জন্য প্রচারাভিযান চালানো হয়।
পিএমএমভিওয়াই-তে প্রথম সন্তানের জন্মের পূর্বে ও পরে মায়েদের বিশ্রামের জন্য আংশিক ক্ষতিপূরণ হিসেবে নগদ অর্থ সাহায্য দেওয়া হয়। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৪ কোটি ৫ লক্ষেরও বেশি সুবিধাপ্রাপককে তাঁদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করা হয়েছে। এর পরিমাণ ১৯,০২৮ কোটি টাকা।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আওতায় প্রথম সন্তানের জন্য দুটি কিস্তিতে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় সন্তান কন্যা হলে এক কিস্তিতে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়।
এই প্রকল্পের বাস্তবায়নে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা সফটওয়্যার ব্যবহার করা হয়। পিএমএমভিওয়াই পোর্টালে সুসংহত অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে। বহুভাষিক টোল ফ্রি হেল্পলাইন নম্বরে (14408) ফোন করে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়। মুখাবয়ব শনাক্তকরণ ব্যবস্থা (এফআরএস) ব্যবহার করে আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণ প্রদান করা সম্ভব।
SC/PM/SB
(Release ID: 2152143)