প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফলাফলের তালিকা: প্রধানমন্ত্রীর মালদ্বীপে রাষ্ট্রীয় সফর

Posted On: 26 JUL 2025 7:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫

 

ক্রমিক সংখ্যা

চুক্তিপত্র/মউ

১.

মালদ্বীপের জন্য ৪,৮৫০ কোটি টাকার লাইন অফ ক্রেডিট বা ঋণ রেখা (এলওসি) সম্প্রসারণ

২.

ভারত-অর্থায়িত এলওসি-তে মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা হ্রাস

৩.

ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি (আইএমএফটিএ) আলোচনার সূচনা

৪.

ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে স্মারক ডাকটিকিট যৌথভাবে প্রকাশ

ক্রমিক সংখ্যা

উদ্বোধন / হস্তান্তর

১.

ভারতের ক্রেতা ঋণ সুবিধার আওতায় হুলহুমালে এলাকায় ৩,৩০০টি সামাজিক আবাসন ইউনিট হস্তান্তর

২.

আদ্দু শহরে সড়ক ও নিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন

৩.

মালদ্বীপে ৬টি হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলাপমেন্ট প্রজেক্ট বা  উচ্চ প্রভাবশালী সম্প্রদায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

৪.

৭২টি যানবাহন এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর

.

দুটি ভীষ্ম হেলথ কিউব সেটের হস্তান্তর

.

মালেতে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক ভবনের উদ্বোধন

ক্রমিক সংখ্যা

সমঝোতা স্মারক / চুক্তি বিনিময়

মালদ্বীপের প্রতিনিধি

ভারতের পক্ষ থেকে প্রতিনিধি

১.

মালদ্বীপের সঙ্গে ৪,৮৫০ কোটি টাকার এলওসি চুক্তি

মুসা জমির, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী

২.

ভারত-অর্থায়িত এলওসিগুলিতে মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা হ্রাস করার বিষয়ে সংশোধনমূলক চুক্তি

মুসা জমির, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী

৩.

ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর শর্তাবলী

মোহাম্মদ সাঈদ, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী

৪.

মৎস্য ও জলজ পালন ক্ষেত্রে মউ বা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক

আহমেদ শিয়াম, মৎস্য ও মহাসাগর সম্পদ মন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী

.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (আইআইটিএম), আর্থ সায়েন্সেস মন্ত্রক এবং মালদ্বীপ মেটিওরোলজিকাল সার্ভিসেস (এমএমএস), পর্যটন ও পরিবেশ মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক

থোরিক ইব্রাহিম, পর্যটন ও পরিবেশ মন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী

.

ডিজিটাল রূপান্তরের জন্য জনসংখ্যার স্কেলে বাস্তবায়িত সফল ডিজিটাল সমাধান ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক এবং মালদ্বীপের স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক

স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রী আলী ইহুসান

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশমন্ত্রী

৭.

মালদ্বীপের দ্বারা ভারতীয় ফার্মাকোপিয়া (আইপি) স্বীকৃতির জন্য সমঝোতা স্মারক

স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ নাজিম ইব্রাহিম

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশমন্ত্রী

৮.

মালদ্বীপে ইউপিআই-এর উপর ভারতের এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড (এনআইপিএল) এবং মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) এর মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক চুক্তি

ডঃ আবদুল্লাহ খলিল, বিদেশমন্ত্রী

ডঃ এস. জয়শঙ্কর, বিদেশমন্ত্রী

 

 

SC/SB/DM


(Release ID: 2148846)