প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতি

Posted On: 24 JUL 2025 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী স্টারমার

বন্ধুগণ,

নমস্কার!

প্রথমত,আমি প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি তাঁর উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। আমি আনন্দিত যে, বহু বছরের কঠোর পরিশ্রমের পর আজ দুই দেশের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তিটি কেবলমাত্র একটি অর্থনৈতিক অংশীদারিত্ব নয়, বরং পারস্পরিক সমৃদ্ধির একটি পরিকল্পনা। একদিকে, ভারতীয় বস্ত্র, জুতো, রত্ন ও অলঙ্কার, সামুদ্রিক খাবার এবং প্রকৌশল পণ্য যুক্তরাজ্যে আরও ভালো বাজার পাবে। ভারতের কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য যুক্তরাজ্যের বাজারে নতুন সুযোগ তৈরি হবে। এই চুক্তি ভারতের যুবসমাজ, কৃষক, মৎস্যজীবী এবং এমএসএমই ক্ষেত্রের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হবে।


অন্যদিকে, যুক্তরাজ্যে তৈরি পণ্য - যেমন চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশবিজ্ঞানের প্রয়োজনীয় যন্ত্রাংশ - ভারতের সাধারণ মানুষ ও শিল্পের পক্ষে সহজলভ্য হবে এবং যথাযথ মূল্যে পাওয়া যাবে।


এই চুক্তির পাশাপাশি, 'ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন' নিয়েও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি উভয় দেশের পরিষেবা ক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তি এবং আর্থিক ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে। সহজে ব্যবসা করার পথ প্রশস্ত হবে। ব্যবসা করার খরচ কমবে।


এই চুক্তিগুলি উভয় দেশেই বিনিয়োগ বৃদ্ধি করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। শুধু তাই নয়, দুটি গণতান্ত্রিক দেশ এবং বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির মধ্যে এই চুক্তিগুলি বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ত্বরান্বিত করবে।


বন্ধুগণ,


আগামী দশকে আমাদের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন গতি আনতে এবং শক্তি প্রদানের জন্য, ভিশন ২০৩৫ প্রকাশ করা হচ্ছে। এটি প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু, শিক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি শক্তিশালী, বিশ্বস্ত এবং উচ্চাকাঙ্ক্ষী অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে।


প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রযুক্তিগত সুরক্ষা উদ্যোগকে আরও শক্তিশালী করার জন্য দুই দেশ একযোগে কাজ করবে।


আমাদের অঙ্গীকার হল কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, সেমি-কন্ডাক্টর থেকে শুরু করে সাইবার সুরক্ষা, আমরা একসঙ্গে আমাদের ভবিষ্যৎ তৈরি করব।


বন্ধুগণ,


পহলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করার জন্য আমরা প্রধানমন্ত্রী স্টারমার এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানাই। আমরা একমত যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী নীতির কোনও স্থান নেই। আমরা এ বিষয়েও একমত যে, উগ্রপন্থাকে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করতে দেওয়া হবে না।


যারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।


অর্থনৈতিক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে আমাদের সংস্থাগুলি সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাবে।


বন্ধুগণ,

আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা, ইউক্রেনে চলমান সংঘাত এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করে আসছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারকে সমর্থন করি। সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা অপরিহার্য। আজকের যুগের দাবি হল সম্প্রসারণবাদ নয়, উন্নয়নবাদ।


গত মাসে, আমেদাবাদে দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন যুক্তরাজ্যের নাগরিক ভাই-বোনও ছিলেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।


যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি জীবন্ত সেতু হিসেবে কাজ করে। তাঁরা ভারত থেকে সৃজনশীলতা, প্রতিশ্রুতি এবং চরিত্রও এনেছেন। তাঁদের অবদান কেবল যুক্তরাজ্যের সমৃদ্ধ অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাজ্যের সংস্কৃতি, খেলাধূলা এবং জনসেবার ক্ষেত্রেও পরিলক্ষিত হয়।


বন্ধুগণ,


যখন ভারত এবং যুক্তরাজ্য মুখোমুখি হয় এবং তাও টেস্ট সিরিজে, তখন ক্রিকেটের কথা উল্লেখ করতেই হয়!


আমাদের দুজনের কাছেই ক্রিকেট কেবল একটি খেলা নয়, বরং একটি আবেগ। মাঝে মাঝে সুইং মিস হতে পারে, কিন্তু আমরা সবসময় সোজা ব্যাট দিয়ে খেলি! আমরা একটি উচ্চ স্কোরিং, দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ সম্পাদিত চুক্তিগুলি এবং ভিশন ২০৩৫, এই চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাইলফলক।


মাননীয় প্রধানমন্ত্রী,


আপনার আতিথেয়তার জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই।


আমি আপনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি শীঘ্রই আমরা আপনাকে ভারতে স্বাগত জানানোর সুযোগ পাব।

আপনাকে অনেক ধন্যবাদ।

 

SC/MP/DM.


(Release ID: 2148134)