নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচন – প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন

Posted On: 23 JUL 2025 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫ 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ২২ জুলাই জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে উপ-রাষ্ট্রপতি পদ থেকে শ্রী জগদীপ ধনখড়ের ইস্তফার কথা জানিয়েছে। 
সংবিধানের ৩২৪ ধারানুযায়ী, এখন নির্বাচন কমিশনের দায়িত্ব উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা করা। এই নির্বাচন পরিচালিত হয় রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২ এবং রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ – এর মাধ্যমে। 
সেই অনুযায়ী, নির্বাচন কমিশন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণের ঘোষণা করা হবে। 
ঘোষণার আগে যেসব বিষয়ে কাজ চলছে, তা হ’ল – 
১) লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে নির্বাচক মণ্ডলীর তালিকা প্রস্তুত।
২) রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারদের চূড়ান্ত করা এবং 
৩) বিগত উপ-রাষ্ট্রপতি নির্বাচনগুলির তথ্য প্রস্তুত এবং তা জানানো।


SC/SD/SB


(Release ID: 2147619)