নির্বাচন কমিশন
ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন - নির্বাচন কমিশন কর্তৃক প্রক্রিয়া শুরু
Posted On:
23 JUL 2025 1:08PM by PIB Agartala
নতুন দিল্লী, ২৩ জুলাই ২০২৫: স্বরাষ্ট্র মন্ত্রক ২২ জুলাই, ২০২৫ তারিখের গেজেট বিজ্ঞপ্তি S.O.3354(E) এর মাধ্যমে ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে ভারতের নির্বাচন কমিশন ভারতের উপ-রাষ্ট্রপতির পদের নির্বাচন পরিচালনা করার জন্য বাধ্যতামূলক। ভারতের উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২ এবং এর অধীনে প্রণীত নিয়ম, যেমন রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন বিধি, ১৯৭৪ দ্বারা পরিচালিত হয়।
সেই অনুসারে, ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর, যত তাড়াতাড়ি সম্ভব ভারতের উপ-রাষ্ট্রপতির কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইতিমধ্যেই শুরু হওয়া প্রধান প্রাক-ঘোষণামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে:
রাজ্যসভা এবং লোকসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের প্রস্তুতি। রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার(দের) চূড়ান্তকরণ; এবং পূর্ববর্তী সমস্ত উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটের প্রস্তুতি এবং প্রচার।
*****
KMD/DM
(Release ID: 2147659)