আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি

Posted On: 17 JUL 2025 2:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ জুলাই ২০২৫

 

মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রক আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ, ২০২৪-২৫ পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল এবং মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী টোখন সাহু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২৩টি শহরকে সুপার স্বচ্ছ লিগ শহরের পুরস্কার প্রদান করা হয়েছে। দেশে নতুনভাবে পরিচ্ছন্ন শহরগুলির তালিকায় আহমেদাবাদ, ভোপাল ও লক্ষ্ণৌ স্থান করে নিয়েছে। মহাকুম্ভের জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে ৪৩টি জাতীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

স্বচ্ছ সর্বেক্ষণ, ২০২৪-২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনোহর লাল প্রয়াগরাজকে সেরা গঙ্গা শহরের পুরস্কার প্রদান করেন। সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টকে অনুকরণীয় পয়ঃপ্রণালী ব্যবস্থাপনার জন্য সেরা ক্যান্টনমেন্ট বোর্ড হিসেবে সম্মানিত করা হয়। বিশাখাপত্তনম, জব্বলপুর এবং গোরক্ষপুরের স্বচ্ছতা কর্মীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি বিশেষ প্রতিশ্রুতির জন্য সেরা সাফাই মিত্র ও সুরক্ষিত শহর পুরস্কার দেওয়া হয়। মহাকুম্ভের সময় বিশ্বের বৃহত্তম জনসমাগম সামলে ব্যতিক্রমী নগর বর্জ্য ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার, প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ এবং প্রয়াগরাজ পৌর কর্পোরেশনকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। 

এ বছরের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার কেবলমাত্র বড় শহরগুলির জন্য নির্দিষ্ট ছিল তা নয়, ছোট শহরগুলিকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘এক শহর, এক পুরস্কার’ – এই নীতি অনুসরণ করে প্রতিটি রাজ্যের মধ্য থেকে বিশেষভাবে সফল শহরগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে ভাষণে ভারতের মাননীয়া রাষ্ট্রপতি ‘রিডিউস, রিইউজ এবং রিসাইকেল’ – তিনটি ‘আর’ – এই পদ্ধতি প্রচারের জন্য মন্ত্রকের প্রশংসা করেন। তিনি বলেন, যুব সমাজের ক্ষমতায়ন, পরিবেশ-বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উন্নত করে তুলতে হবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ বিশ্বের কাছে বিশেষ অনুকরণযোগ্য হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।    
রাষ্ট্রপতির ভাষণ দেখতে নিচে ক্লিক করুন – 
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145459
পুরস্কারপ্রাপকদের তালিকা দেখতে নিচে ক্লিক করুন – 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc2025717588801.pdf

 


SC/PM/DM


(Release ID: 2145505) Visitor Counter : 4