প্রধানমন্ত্রীরদপ্তর
নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী
Posted On:
09 JUL 2025 7:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারি সফরে নামিবিয়া রয়েছেন। নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্ব নন্দি-নদাইতওয়াহ প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান- অর্ডার অফ দ্য মোস্ট অ্যানসেন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস সম্মানে ভূষিত করেছেন। তিনিই প্রথম ভারতীয় নেতা যিনি এই সম্মানে ভূষিত হলেন।
পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী এই সম্মান ১৪০ কোটি ভারতবাসী এবং ভারত ও নামিবিয়ার মধ্যে ঐতিহাসিক ও স্থায়ী সম্পর্কের প্রতি উৎসর্গ করেন। এই সম্মান প্রদানের জন্য সেদেশের রাষ্ট্রপতি এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান ভারত ও নামিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক মাইলফলক এবং এই বিশেষ দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উভয় দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
SC/SS/NS…
(Release ID: 2143657)
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam