প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত প্রধানমন্ত্রী

Posted On: 09 JUL 2025 12:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৫ 

 

ব্রাজিলের প্রেসিডেন্ট ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভা আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত করেন। 
ব্রাজিলের প্রেসিডেন্ট, সেদেশের সরকার এবং জনসাধারণকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান আসলে ১৪০ কোটি ভারতবাসীর এবং ভারত ও ব্রাজিলের দীর্ঘ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য। প্রেসিডেন্ট লুলা’কে তিনি ভারত – ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বের স্থপতি বলে উল্লেখ করেন। 
এই সম্মাননা দু’দেশের সম্পর্ক আরও গভীরতর করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। 

 

SC/AC/SB


(Release ID: 2143365)