প্রধানমন্ত্রীরদপ্তর
সপ্তদশ ব্রিকস্ শিখর সম্মেলনে পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য শীর্ষক অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
प्रविष्टि तिथि:
07 JUL 2025 11:38PM by PIB Kolkata
নতুন দিল্লি ০৭ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রী আজ “পরিবেশ, কপ-30 ও বিশ্বজনীন স্বাস্থ্য” শীর্ষক অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই অধিবেশনে ব্রিকস্ সদস্য দেশগুলির সঙ্গে অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরাও যোগ দেন। পৃথিবীর ভবিষ্যতের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধিবেশন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কেবল জ্বালানীর সমস্যা মোকাবিলার বিষয় নয়, এ-এমন এক বিষয়, যা জীবন ও প্রকৃতির মধ্যকার ভারসাম্যকে প্রভাবিত করে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারকে ভারত নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছে, যা অবশ্যই পূরণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য জোট, বিশ্বজনীন জৈব জ্বালানী জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পেঢ় মা কে নাম সহ ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত পদক্ষেপের উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারত বিকাশের সুস্থিত পথ অনুসরণ করছে। একদিকে ভারত যেমন বিশ্বের অন্যতম বৃহৎ দ্রুততম বিকাশশীল অর্থনীতি, তেমনি নির্ধারিত সময়ের আগেই ভারত প্যারিস অঙ্গীকার পূরণ করেছে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলিকে সক্ষম করে তুলতে তিনি অর্থের যোগান ও প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ জোর দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ব্রিকস্-এ জলবায়ু সংক্রান্ত অর্থের যোগানের যে কাঠামো ঘোষণা করা হয়েছে, তা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরিবেশবান্ধব উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকারের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারির সময়ে ভারত “এক পৃথিবী এক স্বাস্থ্য”-এর মন্ত্র গ্রহণ করে অন্যান্য দেশকে সাহায্য করেছে। ভারত সাফল্যের সঙ্গে ডিজিটাল স্বাস্থ্য প্রকল্পগুলি রূপায়ণ করেছে এবং এ-সংক্রান্ত অভিজ্ঞতা উন্নয়নশীল দেশগুলির সঙ্গে ভারত ভাগ করে নিতে চায় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি সামাজিকভাবে নির্ধারিত রোগ নির্মূলের জন্য ব্রিকস্ অংশীদারিত্বের ঘোষণাপত্র জারিকে স্বাগত জানান।
আগামী বছর ভারত ব্রিকস্-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত তার কর্মসূচিতে উন্নয়নশীল দেশগুলিকে অগ্রাধিকার দেবে এবং জনকেন্দ্রিক ও “মানবতা প্রথম” দৃষ্টিভঙ্গী গ্রহণ করবে। ভারতের সভাপতিত্বে ব্রিকস্-কে নতুন রূপে উপস্থাপন করার চেষ্টা হবে বলে প্রধানমন্ত্রী জানান। এই সমাবেশের সফল আয়োজন ও উষ্ণ আতিথেয়তার জন্য তিনি প্রেসিডেন্ট লুলা-কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
SC/SD/CS
(रिलीज़ आईडी: 2143075)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil