কেন্দ্রীয়মন্ত্রিসভা
কৌশলগত ও উদীয়মান ক্ষেত্রের গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহ দিতে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার
प्रविष्टि तिथि:
01 JUL 2025 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জুলাই, ২০২৫
ভারতের গবেষণা ও উদ্ভাবনী পরিমণ্ডলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ১ লক্ষ কোটি টাকার তহবিল সহ গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের অনুমোদন দিয়েছে।
গবেষণা ও উন্নয়নের কাজে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে এই প্রকল্পের আওতায় বেসরকারী বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী অর্থের জোগান দেওয়া হবে। এ জন্য সুদের হার হবে শূন্য বা ন্যূনতম। এর লক্ষ্য হল, কৌশলগত ও উদীয়মান ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং প্রতিযোগিতার ক্ষমতা বাড়ানো। এর মূল উদ্দেশ্য হল,
ক) বেসরকারি ক্ষেত্রকে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে উৎসাহ দেওয়া।
খ) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে রূপান্তরধর্মী প্রকল্পগুলির জন্য অর্থের জোগান।
গ) প্রযুক্তি অধিগ্রহণে উৎসাহ দেওয়া।
ঘ) গভীর প্রযুক্তি সংক্রান্ত তহবিল গড়তে সহায়তা করা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশনের পরিচালন পর্ষদ এই প্রকল্পের কৌশলগত দিশা নির্দেশ দেবে। এর কার্যনির্বাহী পরিষদ প্রকল্পের দিশা নির্দেশিকা অনুমোদন করবে এবং দ্বিতীয় স্তরের ফান্ড ম্যানেজারদের নাম সুপারিশ করবে। ক্যাবিনিট সচিবের নেতৃত্বাধীন সচিবদের ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী এই প্রকল্পের কাজের জন্য দায়বদ্ধ থাকবে। প্রকল্পের কাজের মূল্যায়নের দায়িত্ব তাঁদের ওপর দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমন্বায়ক দপ্তর হিসেবে কাজ করবে।
এই প্রকল্পে দুটি স্তরে অর্থের যোগান দেওয়া হবে। প্রথম স্তরে থাকবে বিশেষ উদ্দেশ্যসাধক তহবিল। এই তহবিল থেকে দ্বিতীয় স্তরের ফান্ড ম্যানেজারদের অর্থ বন্টন করা হবে। এগুলি হবে দীর্ঘমেয়াদী ঋণ। এর সুদ শূন্য বা ন্যূনতম হবে।
দীর্ঘমেয়াদী অর্থ যোগানের ক্ষেত্রে বেসরকারী ক্ষেত্রের চাহিদার দিকে দৃষ্টি দিয়ে এই প্রকল্প স্বনির্ভরতার পথে ভারতকে এগিয়ে নিয়ে যাবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে অনুকূল উদ্ভাবনী পরিমণ্ডল গড়ে তোলার প্রয়াস চালাবে এই প্রকল্প।
SC/SD/NS…
(रिलीज़ आईडी: 2141403)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam