প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 23 JUN 2025 5:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুন, ২০২৫ 

 

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ জুন ভারতের দুই মহান আধ্যাত্মিক এবং নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে আলোচনার শতবর্ষ উদযাপনের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠানে আয়োজিত জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। 
শিবগিরি মঠে ১২ মার্চ, ২০২৫ তারিখে মহাত্মা গান্ধীর সফরে এই ঐতিহাসিক আলোচনা হয়েছিল। বৈকম সত্যাগ্রহ, ধর্মীয় কথোপকথন, অহিংসা, অস্পৃশ্যতার বিলোপ, মোক্ষলাভ এবং নিপীড়িতদের উত্থান প্রভৃতি ছিল তাঁদের মধ্যে আলোচনার বিষয়। 
শ্রী নারায়ণ ধর্ম সঙ্গম ট্রাস্ট আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন আধ্যাত্মিক নেতৃবৃন্দ এবং অন্য সদস্যরা অংশ নেবেন। ভারতের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই দূরদর্শী স্মারক কথোপকথন আজও কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে বক্তারা তার উপর আলোকপাত করবেন। সামাজিক ন্যায়বিচার, একতা, আধ্যাত্মিক ঐক্যের ক্ষেত্রে শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধী যে দিশা দেখিয়েছিলেন, তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা বিনিময় ক্ষেত্র হিসেবে এই আলোচনা সূচিত হবে।

 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2139165) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Kannada , Assamese , Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam