প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তিনি

Posted On: 19 JUN 2025 5:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৫ 

 

২০-২১ জুন বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফর করছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
২০ জুন বিহারের সিওয়ানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন তিনি। ৪০০ কোটি টাকার বৈশালী - দেউরিয়া রেল প্রকল্পের সূচনার পাশাপাশি পাটলিপুত্র ও গোরখপুরের মধ্যে (ভায়া মুজফফরপুর ও বেতিয়া) বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন তিনি। এছাড়াও, “মেক ইন ইন্ডিয়া – মেক ফর দ্য ওয়ার্ল্ড” কর্মসূচিকে আরও দৃঢ় করার লক্ষ্যে মারহৌরা প্ল্যান্টে তৈরি অত্যাধুনিক লোকোমোটিভের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কারখানায় তৈরি ইঞ্জিন রপ্তানী হবে গিনি প্রজাতন্ত্রে। নমামি গঙ্গে কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ কোটি টাকারও বেশি ব্যয়ে রূপায়িত ৬টি নিকাশি প্রক্রিয়াকরণ কেন্দ্রেরও উদ্বোধন হবে তাঁর হাতে। এছাড়াও, বিহারের বিভিন্ন শহরের জন্য ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি নিকাশি ও জল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বিহারে ৫০০ এমডব্লিউএইচ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি রূপায়িত হচ্ছে মুজাফফরপুর, মোতিহারি, বেতিয়া, সিওয়ান এবং আরও কয়েকটি শহরের ১৫টি গ্রিড সাব-স্টেশনে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর) – এর আওতায় ৫৩ হাজার ৬০০রও বেশি প্রাপককে প্রথম কিস্তির অর্থ প্রদান করবেন তিনি। এছাড়াও, ঐ প্রকল্পের আওতায় নির্মিত ৬ হাজার ৬০০টি বাড়ির চাবি তুলে দেবেন প্রাপকদের হাতে। 
বিহারের পর প্রধানমন্ত্রীর গন্তব্য ওড়িশায়। ওড়িশা সরকারের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের তিনি সভাপতিত্ব করবেন। মোট ১৮ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের পানীয় জল, সেচ, কৃষি ও স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক, সেতু, জাতীয় মহাসড়ক এবং একটি নতুন রেললাইন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বৌধ জেলায় প্রথম রেল পরিষেবার সূচনাও হবে প্রধানমন্ত্রীর হাতে। ক্যাপিটাল রিজিয়ন আর্বান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ১০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রী মোদী ওড়িশা ভিশন ডক্যুমেন্ট – এর প্রকাশ করবেন। এই ভিশন ডক্যুমেন্ট ২০৩৬ ও ২০৪৭ সালের কথা মাথায় রেখে প্রণীত হয়েছে (২০৩৬ সালে ভারতের প্রথম ভাষা-ভিত্তিক রাজ্য হিসেবে ওড়িশার আত্মপ্রকাশের ১০০ বছর পূর্তি হবে এবং ২০৪৭ সালটি ভারতের স্বাধীনতা লাভের ১০০ বছর)। বিশিষ্ট ওড়িশা ব্যক্তিত্বদের অবদানকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী ‘বরপুত্র ঐতিহ্য গ্রাম যোজনা’র সূচনা করবেন। এর লক্ষ্য, ওড়িশার কৃতি সন্তানদের জন্মস্থানগুলিতে সংগ্রহশালা, গ্রান্থাগার ইত্যাদি গড়ে তোলা। ওড়িশায় ১৬.৫০ লক্ষেরও বেশি লাখপতি দিদি’কে সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
২১ জুন একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। ঐ সমারোহে যোগ দেবেন প্রায় ৫ লক্ষ মানুষ। ঐ দিন ভারতের বিভিন্ন প্রান্তে ৩.৫ লক্ষেরও জায়গায় যোগ সঙ্গম অনুষ্ঠিত হবে। এ বছর যোগ দিবসের অনুষ্ঠানে পরিবার-ভিত্তিক অংশগ্রহণ বৃদ্ধি করতে ও যুবসমাজকে আরও বেশি করে যুক্ত করতে  MyGov এবং MyBharat – এর মতো মঞ্চে যোগা আনপ্লাগড্‌ - এর আওতায় বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 
এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম “এক পৃথিবী, এক স্বাস্থ্য – এর জন্য যোগ”। এই বিষয়টি ভারতীয় দর্শনে বর্ণিত “সর্বে সন্তু নিরাময়” অর্থাৎ সকলের রোগ মুক্তির প্রার্থনার বার্তা দেয়। 

 

 

SC/AC/SB…


(Release ID: 2137931)