আয়ুষ
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ কেবল একটি মাইলফলক নয়, তা এক বিশ্ব সুস্বাস্থ্য আন্দোলন: কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব
Posted On:
12 JUN 2025 5:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন, ২০২৫
আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে আনুষ্ঠানিক সূচনা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৫ – এর আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য উদযাপন হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২১ জুন। সাংবাদিক সম্মেলনে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব বলেন, বিগত এক দশক ধরে আন্তর্জাতিক যোগ দিবস এক স্মরণীয় যাত্রাপথ পরিক্রমা করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের প্রথাগত জ্ঞান আন্তর্জাতিক স্বাস্থ্য আন্দোলনে যোগ দিবস উদযাপনের মধ্য দিয়ে জায়গা করে নিয়েছে। তিনি বলেন, এই যোগ দিবসের প্রতিটি পর্ব বিভিন্ন সংস্কৃতির ভাষাভাষী মানুষকে সুস্বাস্থ্য, ঐক্য ও শান্তির লক্ষ্যে যুক্ত করেছে। এ বছর যোগ দিবসকে এক উল্লেখযোগ্য মাইলফলক বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ – এই ভাবধারা ভারতের পৌরোহিত্যে জি-২০ সম্মেলনে বৈশ্বিক সুস্বাস্থ্যের বিষয়কে এক সূত্রে যুক্ত করেছে। তিনি বলেন, এই বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২১ জুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে ৫ লক্ষেরও বেশি মানুষ যোগ দেবেন। দেশের বিভিন্ন প্রান্তে যোগ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু’র চালু করা ‘যোগা অন্ধ্র’ অভিযানকে এক উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের আখ্যা দেন তিনি। এতে রাজ্য জুড়ে ১০ লক্ষ যোগ প্রশিক্ষণকারী নিয়মিত যোগদান করেন।
২০২৫ - এর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে ঘিরে ১০০ দিন ধরে ১০টি উল্লেখযোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। যোগকে জীবনের সর্বোত্তম পথ হিসেবে সমাজের বিভিন্ন স্তরে প্রচারের এক হাতিয়ার করে তোলা হবে। যোগ সমাবেশ থেকে শুরু করে যোগ বন্ধন পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক এই আয়োজন করা হবে বলে তিনি জানান। এর মাধ্যমে যোগকে জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া যাবে। সাংবাদিক সম্মেলনে আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা জানান, ৬০টিরও বেশি দেশে এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে ইতিমধ্যেই নানা উদ্যোগ শুরু হয়েছে।
SC/AB/SB
(Release ID: 2136149)