প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারাগাছ রোপণ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 05 JUN 2025 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জুন, ২০২৫ 

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং এক পেড় মা কে নাম উদ্যোগকে আরও শক্তিশালী করতে দিল্লির ভগবান মহাবীর বনস্থালী পার্কে চারা গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ #WorldEnvironmentDay উপলক্ষে বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে #EkPedMaaKeNaam উদ্যোগকে আরও শক্তিশালী করা হ’ল। দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে আমি একটি চারাগাছ রোপণ করেছি। আরাবল্লী গ্রিন ওয়াল প্রোজেক্টের অধীন আরাবল্লী শৃঙ্গে সবুজায়নে আমাদের উদ্যোগের এটি একটি অঙ্গ”। 
“আরাবল্লী শৃঙ্গ আমাদের পৃথিবীতে অন্যতম প্রাচীন হিসেবে সমধিক পরিচিত। গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি পর্যন্ত তা পরিব্যাপ্ত। এই শৃঙ্গে বিগত কয়েক বছর ধরে নানারকম পরিবেশগত চ্যালেঞ্জ সম্মুখে এসেছে, যার নিবারণে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই শৃঙ্গের সঙ্গে যুক্ত এলাকাকে পুনরুজ্জীবিত করে তোলাই আমাদের লক্ষ্য। সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে এই লক্ষ্যে আমরা কাজ করছি। জল সংরক্ষণ ব্যবস্থা, ধূলি ঝড় প্রশমন, থর মরুভূমির পূর্বাঞ্চলের দিকে প্রসার রোধ সহ আরও নানা বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে”।
“আরাবল্লী শৃঙ্গ এবং নিকটবর্তী এলাকাগুলিতে অতিরিক্ত প্রথাগত চারা গাছ রোপণের ব্যবস্থা সহ শহর ও আধা-শহর এলাকায় যেখানে উন্মুক্ত জায়গার সঙ্কুলান রয়েছে, সেখানে এই লক্ষ্যে নতুন পদ্ধতি ব্যবহারকে আমরা উৎসাহ দিচ্ছি। বৃক্ষ রোপণের কাজে জিও ট্যাগিং করা হবে এবং ‘মেরি লাইফ’ পোর্টালে এর নজরদারি চালানো হবে। দেশের যুবসম্প্রদায়কে এই আন্দোলনে সামিল হতে এবং আমাদের ধরিত্রীকে সবুজের আচ্ছাদনে মুড়ে দিতে আমি আহ্বান জানাচ্ছি”। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2134437) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam