প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নীরজ চোপড়াকে তার ব্যক্তিগত সেরা থ্রো-র সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন
Posted On:
17 MAY 2025 9:10AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মে, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁড়ে তাঁর ব্যক্তিগত সেরা থ্রো-র সাফল্যের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেন, "এটি তার নিরলস নিষ্ঠা, শৃঙ্খলাপরায়ণতা এবং আবেগের পরিণাম "।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট – লিখেছেন :
"একটি অসাধারণ কৃতিত্ব! দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁড়ে তাঁর ব্যক্তিগত সেরা থ্রো-র সাফল্যের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তাঁর নিরলস নিষ্ঠা, শৃঙ্খলাপরায়ণতা এবং আবেগের পরিণাম। ভারত আনন্দিত এবং গর্বিত।"
@Neeraj_chopra1
SC/SB/DM
(Release ID: 2129352)