প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রী : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিকে নতুন রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, ভারতের মাটিতে যেকোনওরকমের হামলা যুদ্ধ বলে বিবেচিত হবে

Posted On: 15 MAY 2025 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫ মে, ২০২৫


 
১৫ মে ২০২৫ শ্রীনগরে বাদামি বাগ ক্যান্টনমেন্টে সাহসী ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন। যাতে বলা হয়েছে যে, ভারতের মাটিতে যেকোনও ধরনের হামলাকে যুদ্ধ বলে বিবেচনা করা হবে।” প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন যে, ভারত সবসময় শান্তিকে অগ্রাধিকার দিয়েছে, কখনও যুদ্ধকে সমর্থন করেনি তবে, যখন তার সার্বভৌমত্ব আক্রান্ত হয়েছে তখন জবাব দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেছেন, যদি পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন দিতে থাকে তাহলে তাকে অনেক দাম দিতে হবে। 

শ্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরকে ইতিহাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় অভিযান এবং এই সমস্যা দূরীকরণে যেকোনও পদক্ষেপ করা দেশের দায়বদ্ধতার প্রমাণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “অপারেশন সিঁদুরে ভারত দেখিয়েছে শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, দেখিয়েছে তার প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধতাকে, প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত যে নিতে পারে সেটাই। প্রত্যেক সৈন্যের স্বপ্ন যে আমরা প্রত্যেকটি জঙ্গি আস্তানায় পৌঁছোবো এবং তাদের ধ্বংস করবো। জঙ্গিরা ধর্মের ভিত্তিতে ভারতীয়দের হত্যা করেছে, আমরা হত্যা করেছি কর্মের ভিত্তিতে। তাদের দূরীকরণে এটাই আমাদের ধর্ম। আমাদের বাহিনী তাদের ক্রোধকে ঠিক রাস্তায় চালিত করেছে এবং মহান শৌর্য এবং নিষ্ঠার সঙ্গে পহেলগাঁওয়ের প্রতিশোধ নিয়েছে।” 

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে, অপারেশন সিঁদুর পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলি এবং তাদের প্রভুদের জোরালো, স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা কোথাও নিরাপদ নয়। তিনি বলেন, “আমাদের বাহিনী বিশ্বকে দেখিয়েছে যে তাদের লক্ষ্য নিখুঁত এবং নির্দিষ্ট এবং গোনার কাজ দেওয়া হয়েছে শত্রুদের।”

শ্রী রাজনাথ সিং আরও বলেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল সংকল্পটি বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেলের পরোয়া করা হয়নি। সারাবিশ্ব সাক্ষী থেকেছে কিভাবে দায়িত্বজ্ঞানহীন ইসলামাবাদ একাধিকবার পরমাণু হুমকি দিয়েছে। তিনি বলেন, “আমি বিশ্বের সামনে এই প্রশ্ন রাখতে চাই, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং দুষ্ট দেশের হাতে পরমাণু অস্ত্র কি সুরক্ষিত? পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-র তত্ত্বাবধানে আনা উচিত।” 

শ্রী রাজনাথ সিং জানান যে, পহেলগাঁও-র ঘটনার মাধ্যমে ভারতের সামাজিক ঐক্য ভেঙে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং সশস্ত্র বাহিনী বিপদের কেন্দ্রে আঘাত করে সন্ত্রাসী আক্রমণের জবাব দিয়েছে। ২১ বছর আগে তদানীন্তন প্রধানমন্ত্রী  অটল বিহারী বাজপেয়ীর সামনে পাকিস্তান যে ঘোষণা করেছিল তার জমি থেকে আর কখনও সন্ত্রাসবাদ রপ্তানি করা হবে না, সেই কথা স্মরণ করিয়ে দেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান ভারতকে প্রতারণা করে আসছে এবং ভারতবিরোধী ও জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেওয়া বন্ধ করতেই হবে এবং ভারতের বিরুদ্ধে তার জমিকে ব্যবহার করতে দেওয়া চলবে না। 

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, পাকিস্তান এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তাকে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)-এর কাছ থেকে ধার নিতে হয়, সেখানে ভারত সেইসব দেশের মধ্যে পড়ে যারা আইএমএফ-কে অর্থ জোগায় যাতে তারা দরিদ্র দেশগুলিকে সাহায্য করতে পারে। 

শ্রী রাজনাথ সিং আরও একবার জানিয়ে দেন যে, সীমান্তের ওপার থেকে কোনও অবাঞ্ছিত কাজ হবে না সেটাই দুই দেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তি। তিনি প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য পুনরায় তুলে ধরেন যে, সন্ত্রাসবাদ এবং আলাপ-আলোচনা একসঙ্গে চলতে পারে না এবং যদি কথা বলতেই হয় তা হবে সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। 

প্রতিরক্ষা মন্ত্রী পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত নিরীহ নাগরিক এবং অপারেশন সিঁদুরের সময়ে মাতৃভূমির সেবায় প্রাণ দেওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আহত সেনাদের সাহসের প্রশংসা করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

শ্রী রাজনাথ সিং শত্রুদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাহসী জওয়ানদের প্রতি যাঁরা সীমান্তের ওপারে পাকিস্তানি ঘাঁটি এবং বাঙ্কার ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “আমি আজ এখানে এসেছি ভারতের মানুষের একটি বার্তা নিয়ে: ‘আমরা আমাদের বাহিনীর জন্য গর্বিত’”।  

সশস্ত্র বাহিনীর শৌর্য এবং নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী জওয়ানদের উন্নত অস্ত্রশস্ত্র এবং আধুনিক পরিকাঠামো দেওয়ার সরকারের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের সরকার নিশ্চিত করেছে যে আমাদের বাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত, আধুনিক রাইফেল, ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা এবং ড্রোনের মতো অনেক নবপ্রজন্মের যন্ত্রপাতি ভারতেই দ্রুত তৈরি হচ্ছে। এলওসি এবং এলএসি বরাবর যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে যা আগে ছিল না। যে নিষ্ঠা এবং প্রস্তুতির সঙ্গে আমাদের জওয়ানরা দেশকে সেবা করে সরকার সেভাবেই আপনাদের সেবা করতে চেষ্টা করছে।”

শ্রী রাজনাথ সিং আরও বলেন যে, সরকার এবং দেশের মানুষ প্রতিটি পদক্ষেপে সব পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তিনি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলেন, সামরিক সহযোগিতায় ভারত শীঘ্রই এই অঞ্চল থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করবে যাতে দেশের সার্বভৌমত্বের ওপর কেউ কুনজর দেওয়ার সাহস না পায়। 
জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল শ্রী মনোজ সিং, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী শ্রী ওমর আব্দুল্লা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় সেনার অন্য উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

SC/ AP /AG


(Release ID: 2128895) Visitor Counter : 6