WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ভারতে একটি স্রষ্টা-প্রথম বাস্তুতন্ত্র তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান

 Posted On: 03 MAY 2025 8:55PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ০৩ মে ২০২৫

 

মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)-এর তৃতীয় দিনে, মোশন পিকচার অ্যাসোসিয়েশন (এমপিএ) জাতীয় অর্থনীতিতে ভারতের চলচ্চিত্র, টেলিভিশন এবং স্ট্রিমিং খাতের রূপান্তরমূলক প্রভাবের কথা তুলে ধরে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান এবং এমপিএ-এর চেয়ারম্যান ও সিইও চার্লস রিভকিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, ডঃ মুরুগান এমপিএ-এর বিশ্বব্যাপী নেতৃত্বের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক দর্শকদের উপর ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান প্রভাবের কথা স্বীকার করে ডঃ মুরুগান বলেন, "আরআরআর এবং বাহুবলির মতো চলচ্চিত্রগুলি প্রমাণ করেছে যে ভাষা এবং ভৌগোলিক অঞ্চল নির্বিশেষে ভারতীয় কাহিনিগুলি প্রতিধ্বনিত হয়," 
তিনি নীতিমালা, উৎপাদন উৎসাহভাতা এবং শক্তিশালী বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষার ভিত্তিতে সরকারের একটি ‘স্রষ্টা- সর্বাগ্রে বাস্তুতন্ত্র’ গড়ে তোলার প্রতিশ্রুতির উপর জোর দেন। সাম্প্রতিক ‘অ্যান্টি-পাইরেসি’ সংস্কারের কথা উল্লেখ করে, তিনি ডিজিটাল যুগে স্রষ্টাদের অধিকার রক্ষার গুরুত্বের উপর জোর দেন। 
তিনি আরও বলেন, "সিনেমা কেবল একটি অর্থনৈতিক ইঞ্জিন নয়। এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সেতু। ভারত বিশ্বব্যাপী সম্মানিত এবং সুরক্ষিত ‘ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’ বা সৃজনশীল শিল্পদ্যোগ গড়ে তোলার জন্য মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সঙ্গে তার অংশীদারিত্ব আরও নিবিড় করতে চায়"। 
চার্লস রিভকিন তাঁর বক্তব্যে ভারতের সঙ্গে এমপিএর চলতি অংশীদারিত্ব সম্পর্কে উৎসাহ প্রকাশ করে এই সময়কে দেশের বিনোদন শিল্পের জন্য একটি "গুরুত্বপূর্ণ মুহূর্ত" বলে অভিহিত করে বলেন, "ভারতের সৃজনশীল অর্থনীতি অসাধারণ প্রবৃদ্ধির জন্য প্রস্তুত, এবং এমপিএ এই যাত্রাকে সমর্থন করতে পেরে গর্বিত,"।
প্রতিবেদনটি উন্মোচনের পর মূল অনুসন্ধানগুলির কথা তুলে ধরে রিভকিন বলেন যে, ভারতীয় চলচ্চিত্র, টিভি এবং স্ট্রিমিং শিল্পগুলি ২.৬ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং $৬০ বিলিয়নেরও বেশি অর্থমূল্যের বার্ষিক অর্থনৈতিক উৎপাদন করেছে। তিনি আরও বলেন যে, এমপিএ-এর সদস্য স্টুডিওগুলি বিনিয়োগ, অংশীদারিত্ব এবং ভবিষ্যৎমুখী নীতির পক্ষে সমর্থনের মাধ্যমে ভারতের বিনোদন ক্ষেত্রের প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
রিভকিন এমপিএ-র উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সৃজনশীল অর্থনীতির দৃষ্টিভঙ্গির মধ্যে সামঞ্জস্যের উপর জোর দেন, গল্প বলা, ভিজ্যুয়াল এফেক্ট এবং বিশ্বব্যাপী কন্টেন্ট রপ্তানিতে ভারতের শক্তির কথা তুলে ধরেন।
একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এমপিএ রিপোর্টের মূল বিষয়গুলি তুলে ধরার মাধ্যমে অধিবেশনটি শেষ হয়, যা সহযোগিতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে পরিচালিত ভবিষ্যতের জন্য নীতিনির্ধারক এবং সংবাদমাধ্যমের বিশ্বব্যাপী নেতাদের সঙ্গে শেয়ার করা একটি  দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়।
রিয়েলটাইম আপডেটের জন্য,অনুসরণ করুন:

অন এক্স :
https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

On Instagram: 

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

 


SC/SB/AS


Release ID: (Release ID: 2126798)   |   Visitor Counter: 6