তথ্যওসম্প্রচারমন্ত্রক
ওয়েভস বাজার ২০২৫ এ ২৫০ কোটি টাকারও বেশি চুক্তি সম্পাদিত হয়েছে এবং আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে : সঞ্জয় জাজু, তথ্য ও সম্প্রচার সচিব
Posted On:
02 MAY 2025 9:33PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ০২ মে, ২০২৫
ওয়েভস শীর্ষ সম্মেলনের প্রধান বৈশ্বিক বাজার উদ্যোগ, সংবাদ মাধ্যম এবং বিনোদন শিল্পে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদ মাধ্যম এবং বিনোদন শিল্পের ক্রেতা এবং দেশের সীমানা ছাড়িয়ে স্রষ্টাদের সঙ্গে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক সহযোগীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে ডিজাইন করা, ওয়েভস বাজার আজ ভারতকে কন্টেন্ট বাণিজ্যের ক্ষেত্রে একটি কৌশলগত কেন্দ্রে রূপান্তরিত করতে প্রস্তুত। ওয়েভস বাজার ২০২৫ সম্পর্কে আজ মুম্বাইয়ে ভারতের তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু জানিয়েছেন, প্রথমবারেই এই ওয়েভস শীর্ষ সম্মেলনে প্রধান আন্তর্জাতিক জোট উন্মোচন করে ₹২৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগের চুক্তি সম্পাদিত হয়েছে।
ওয়েভস বাজার- এর উদ্বোধনী পর্যায়ে, ২২টিরও বেশি দেশের নেতৃস্থানীয় অংশীদাররা একত্রিত হয়েছেন — যাঁদের মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড ইত্যাদি দেশের ৯৫ জন ক্রেতা এবং ২২৪ জন বিক্রেতা অংশগ্রহণ করেছেন। মূল ক্রেতাদের মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, মেটা, ডিজনি স্টার, জি এন্টারটেইনমেন্ট, বানিজ্য এশিয়া, ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারি,সোনি লাইভ, ওয়াইআরএফ, ধর্মা, জিও স্টুডিওস, রট্টারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল, এবং রাশলেক মিডিয়া।
ভিউইং রুম এবং মার্কেট স্ক্রিনিং :
ওয়েভস শীর্ষ সম্মেলনে ১১৫ জন চলচ্চিত্র নির্মাতা আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তাঁদের সম্পূর্ণ কাজ তুলে ধরেছেন। ভিউইং রুম থেকে ১৫টি অসাধারণ প্রকল্পকে শীর্ষ নির্বাচন করা হয়েছে এবং সরাসরি প্রদর্শন করা হয়েছে। প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা এই চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা জানিয়েছেন, অভিনেতা টাইগার শ্রফও নির্বাচিত শিরোনামগুলির মধ্যে একটিকে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছেন। মার্কেট স্ক্রিনিংয়ে, প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের ১৫টি উল্লেখযোগ্য এবং বহুপ্রশংসিত কাজ প্রদর্শিত হয়েছে।
পিচ রুম : জমা দেওয়া ১০৪টি প্রকল্পের মধ্যে, ১৬টি কিউরেটেড প্রকল্পকে সরাসরি পিচ করার জন্য নির্বাচিত করা হয়েছে, যা ওয়েভস বাজারে প্রাথমিক পর্যায়ের নির্মাতাদের ২ দিনেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মঞ্চ প্রদান করেছে।
বি২বি ক্রেতা-বিক্রেতা বাজার : ওয়েভস বাজার ১-৩ মে ফিকি (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-র সহযোগিতায় ভারতে প্রথম নিবেদিতপ্রাণ বি ২ বি ক্রেতা-বিক্রেতা বাজার চালু করেছে, যা উদ্দিষ্ট চুক্তি রচনা এবং সৃজনশীল ব্যবসায়িক উন্নয়নকে বাস্তবায়িত করছে।
প্রাথমিক ব্যবসায়িক ফলাফল
ওয়েভস বাজারের প্রথম দেড় দিনের মধ্যেই চলচ্চিত্র, সঙ্গীত, অ্যানিমেশন, রেডিও এবং ভিএফএক্স খাতে ₹২৫০ কোটি টাকার নিশ্চিত লেনদেন রেকর্ড করেছে। আগামী দুই দিনে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ৪০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
২ মে, ২০২৫ তারিখে উল্লেখযোগ্য চুক্তি এবং গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি :
• শীর্ষ নির্বাচিত চলচ্চিত্র ‘খিড়কি গাঁও’, এশিয়ান সিনেমা তহবিলের সঙ্গে একটি পোস্ট-প্রোডাকশন এবং ভিএফএক্স চুক্তি নিশ্চিত করেছে। এশিয়ান সিনেমা তহবিল (এসিএফ) হল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি সহায়ক প্রোগ্রাম যা এশিয়ার নির্দেশকদের নির্মিত ফিকশন এবং তথ্যচিত্র উভয় ক্ষেত্রের চলচ্চিত্রগুলিকে অর্থের জোগান দেয়।
• ইন্দো-ইউরোপীয় অ্যানিমেশন অ্যালায়েন্স (€৩০ মিলিয়ন) ব্রডভিশন পার্সপেক্টিভস (ভারত) এবং ফ্যাব্রিক ডি'ইমেজেস গ্রুপ (ইউরোপ) চারটি অ্যানিমেটেড ফিচারের জন্য ৩০ মিলিয়ন ইউরোর সহ-প্রোডাকশন চুক্তি ঘোষণা করেছে। প্রতিটি শিরোনাম, যার বাজেট €৭-৮ মিলিয়ন, ইন্দো-ফরাসি এবং ইন্দো-বেলজিয়াম চুক্তি কাঠামোর অধীনে প্রস্তুত করা হবে। এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন মার্ক মার্টেনস (সিওও, এফডিআই গ্রুপ) এবং শ্রীরাম চন্দ্রশেখরন (প্রতিষ্ঠাতা ও সিইও, ব্রডভিশন), যা ভারতের আন্তর্জাতিক অ্যানিমেশন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাপকাঠি স্থাপন করেছে।
* ভারত-যুক্তরাজ্য সহ-প্রযোজনা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আমান্ডা গ্রুম (প্রতিষ্ঠাতা ও সিইও, দ্য ব্রিজ, যুক্তরাজ্য) এবং মুঞ্জাল শ্রফ (সহ-প্রতিষ্ঠাতা, গ্রাফিটি স্টুডিও, ভারত) ভারতের ঔপনিবেশিক ইতিহাস অন্বেষণ করে তথ্যভিত্তিক সিরিজের একটি স্লেট গড়ে তুলতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। ফিল্ম বাজারের পর থেকে বছরের পর বছর ধরে সহযোগিতার মাধ্যমে বিকশিত এবং কন্টেন্ট ইন্ডিয়াতে চূড়ান্ত করা এই অংশীদারিত্ব, আন্তর্জাতিক কথকতা শিল্পের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
• টিভি আসাহি দ্বারা "শিন চান ইন্ডিয়া ইয়ার" উদ্যোগ চালু করা হয়েছে
টিভি আসাহি ভারতে ফ্র্যাঞ্চাইজির বিপুল জনপ্রিয়তা উদযাপনের জন্য "শিন চান ইন্ডিয়া ইয়ার" ঘোষণা করেছে। উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে :
* ৯ মে ‘শিন চ্যান: আওয়ার ডাইনোসর ডায়েরি’-এর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি
* ২০২৫ সালের দীপাবলিতে ভারতে দ্বিতীয় ছবি, ‘দ্য স্পাইসি কাসুকাবে ড্যান্সার্স’-এর মুক্তি
* অ্যানিমে ইন্ডিয়া (আগস্ট) এবং মেলা মেলা জাপান (সেপ্টেম্বর) -এ ‘ফ্যান এনজেজমেন্ট প্রোগ্রাম’-এর আয়োজন।
এই উদ্যোগটি বিশ্বব্যাপী ‘অ্যানিমে ইকোসিস্টেম’-এ ভারতের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও প্রতিষ্ঠিত করছে এবং ইন্দো-জাপানি সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করছে।
SC/SB/DM
Release ID:
(Release ID: 2126510)
| Visitor Counter:
10