উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুম্বাইয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন; আম্বানি, বিড়লা, টাটা এক্সপ্রেস উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে

Posted On: 01 MAY 2025 9:06AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মে, ২০২৫ 

 

•    কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেন, ৮টি রাজ্যকে একত্রিত করে এই অঞ্চলের উন্নতি করাই লক্ষ্য।
•    শিল্পপতিরা উত্তর-পূর্বাঞ্চলের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন।
•    নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ২৩ ও ২৪ মে রাইসিং নর্থ-ইস্ট বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

উত্তর-পূর্বাঞ্চলের বিনিয়োগ বৃদ্ধি করতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার পৌরোহিত্যে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী ৩০ এপ্রিল বুধবার মুম্বাইতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ – এর মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলম বিড়লা, টাটা সন্স – এর এন চন্দ্রশেখরণ সহ শীর্ষ স্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। দিল্লিতে ২৩ ও ২৪ মে রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫ – এর আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। 
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দেশের চালিকাশক্তি হিসেবে উত্তর-পূর্ব ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ভারত সরকার যে কৌশলগত দৃষ্টিভঙ্গী নিয়েছে, সেই বিষয়ে জোর দেন। তিনি বলেন, “লক্ষ্য হ’ল – ৮টি রাজ্যের সামগ্রিক উন্নয়ন”। 
মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রক ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একযোগে এক উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। এছাড়াও, প্রতিটি রাজ্যে বিনিয়োগ প্রচার সংস্থা গড়ে তোলা হয়েছে। কৃষি-ভিত্তিক শিল্প, বস্ত্র এবং পর্যটন ক্ষেত্রে এই অঞ্চলের উল্লেখযোগ্য বিষয়গুলির উপর বিশেষ জোর দেওয়া হয়। 
রাইসিং নর্থ-ইস্ট শীর্ষ সম্মেলন ২০২৫ বিনিয়োগকারীদের বিশেষভাবে আকর্ষিত করবে। এছাড়া, নীতি-নির্ধারকরাও এই অঞ্চলের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে অবহিত হবেন। দিল্লির ভারত মণ্ডপম – এ ২৩ ও ২৪ মে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 

 

SC/PM/SB…


(Release ID: 2125707) Visitor Counter : 10