প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডঃ কে কস্তুরীরঙ্গনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 25 APR 2025 2:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ কে কস্তুরীরঙ্গনের প্রয়াণে আজ শোক প্রকাশ করেছেন। ভারতের বিজ্ঞান ও শিক্ষার যাত্রাপথে তিনি তাঁকে একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব অভিহিত করেছেন। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতের বিজ্ঞান ও শিক্ষার যাত্রাপথে এক প্রসিদ্ধ ব্যক্তিত্ব ডঃ কে কস্তুরীরঙ্গনের প্রয়াণে আমি গভীরভাবে ব্যথিত । তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং দেশের জন্য নিঃস্বার্থ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 
গভীর নিষ্ঠার সঙ্গে তিনি ইসরোর নেতৃত্ব দিয়েছেন এবং ভারতের মহাকাশ কর্মসূচিকে নতুন শিখরে পৌঁছে দেন ; এজন্য তিনি বিশ্বের স্বীকৃতিও লাভ করেন। তাঁর নেতৃত্বে উচ্চাকাঙ্ক্ষী উপগ্রহ উৎক্ষেপণ হয়েছে। তিনি সবসময় উদ্ভাবনে জোর দিয়েছেন। 
জাতীয় শিক্ষা নীতির খসড়া  রচনায় তাঁর প্রয়াসের জন্য ডঃ কস্তুরীরঙ্গনের প্রতি ভারত সর্বদা কৃতজ্ঞ থাকবে। এতে ভারতের শিক্ষা ব্যবস্থাকে সর্বাত্মক এবং অগ্রগামী করে তোলার কাজ সুনিশ্চিত হয়।  তরুণ বিজ্ঞানী এবং গবেষণাবিদদের কাছে তিনি ছিলেন এক অসাধারণ পরামর্শদাতা।
তাঁর পরিবার, ছাত্রছাত্রী, বৈজ্ঞানিকগণ এবং অনন্ত গুণগ্রাহীর সঙ্গে আমিও সমবেদনার শরিক। ঔঁ শান্তি”!

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2124349) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam