কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা মন্ত্রক নতুন কিছু উৎসাহমূলক পদক্ষেপ নেওয়ায় ভারতের কয়লা খননের পরিমাণ বৃদ্ধি পাবে

Posted On: 24 APR 2025 11:05AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৫ 

 

কয়লা মন্ত্রক কয়লা খনির বিষয়ে কিছু নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ায় কয়লা উত্তোলনে গতি আসবে। মন্ত্রক কয়লা উত্তোলনে উৎসাহ দিতে বেশ কিছু সংস্কারমূলক গ্রহণ করেছেন। এরফলে, কয়লা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রয়োজনীয় আধুনিকীকরণ সম্ভব হবে। মূলত, এক সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। 
নতুন সিদ্ধান্ত অনুসারে, খনি এলাকার উপরিভাগ অঞ্চলের রাজস্বের পরিমাণ, অভ্যন্তরে থাকা কয়লা ভান্ডার থেকে আয়ের ২ শতাংশ দিতে হবে। আগে ৪ শতাংশ হারে এই রাজস্ব দিতে হ’ত। এছাড়াও, খননের আগে পৃথক একটি রাজস্ব দিতে হ’ত, যা এখন আর দিতে হবে না। পাশাপাশি, ভূগর্ভস্থ কয়লা ব্লকগুলির জন্য পারফর্ম্যান্স সিকিউরিটি বাবদ ৫০ শতাংশ রিবেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে, কয়লা উত্তোলনে সুবিধা হবে। 
ভূগর্ভস্থ কয়লা উত্তোলনে উৎসাহী সংস্থাগুলির জন্য মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে খোলা মুখ খনির মাধ্যমে কয়লা উত্তোলনের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উত্তোলনে সুবিধা হবে। ফলস্বরূপ, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং জ্বালানী নিরাপত্তা বৃদ্ধি পাবে। এই সংস্কারমুখী উদ্যোগগুলি দেশকে আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যেতে সহায়ক হবে।

 

SC/CB/SB


(Release ID: 2124023) Visitor Counter : 7