প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পবিত্র প্রকাশ পরব উপলক্ষে শ্রী গুরু তেগ বাহাদুরকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 18 APR 2025 12:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পবিত্র প্রকাশ পরব উপলক্ষে শ্রী গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, শ্রী গুরু তেগ বাহাদুরের জীবন সাহস এবং অন্যকে সহায়তা করায় উৎসর্গীকৃত, তিনি ন্যায়ের বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে গেছেন। 

সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন : 

“শ্রী গুরু তেগ বাহাদুরজির পবিত্র প্রকাশ পরব উপলক্ষে আমি দেশের মহান এক আধ্যাত্মিক নেতাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর জীবন সাহস এবং অন্যকে সহায়তা করায় উৎসর্গীকৃত। তিনি ন্যায়ের বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে গেছেন। যে সমাজ গঠনের স্বপ্ন তিনি দেখেছেন, তা গঠন করতে তাঁর শিক্ষা আমাদের আজও অনুপ্রাণিত করে।”

 

SC/CB/DM


(Release ID: 2122673) Visitor Counter : 18