প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বারাণসীতে ৩,৮৮০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Posted On: 11 APR 2025 12:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে ৩,৮৮০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। কাশীর সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এখানকার মানুষের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি সেইসঙ্গে আরও বলেন, হনুমান জন্মোৎসব উপলক্ষে আগামীকাল এক বিশেষ দিন হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, “বিগত ১০ বছরে বেনারসের উন্নয়ন এক নতুন গতি পেয়েছে।” ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি আধুনিকতাকে গ্রহণ করা এবং এখানকার উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করেন তিনি। 

বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের মাধ্যমে কাশীর যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার কথা উল্লেখ করেন শ্রী মোদী। প্রতিটি বাড়িতে নলবাহিত জল সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্যের বিস্তার এবং ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর জোর দেন শ্রী মোদী। সমাজ সেবায় সাবিত্রীবাঈ ফুলের ত্যাগ এবং নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের মন্ত্র হল – ‘সবকা সাথ, সবকা বিকাশ’। গবাদি পশুপালনে এখানকার মানুষের কঠোর শ্রম এবং নিষ্ঠার কথা তুলে ধরেন তিনি এবং বলেন যে, কাশীর বনস ডেয়ারি এখানকার হাজার হাজার পরিবারের জীবনের যাত্রাপথ বদলে দিয়েছে। পূর্বাঞ্চলের অনেক নারীর ‘লাখপতি দিদি’ হয়ে ওঠার কথাও উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, “ভারত বিশ্বে এখন বৃহত্তম দুগ্ধ উৎপাদক দেশে পরিণত হয়েছে। গত এক দশকে প্রায় ৬৫ শতাংশ দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।” এই সাফল্যের পিছনে লক্ষ লক্ষ কৃষকের অবদান এবং গবাদি পশুর মালিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। সংগঠিতভাবে দুগ্ধ সংগ্রহের জন্য ২০ হাজারের বেশি সমবায় সমিতিকে পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দেশের প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান বয়ঃ বন্দনা কার্ড প্রদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাশী এখন স্বাস্থ্যের রাজধানী হয়ে উঠছে। দিল্লি, মুম্বইয়ের মতোই এখানকার সাধারণ মানুষ বাড়ির কাছাকাছি এলাকায় উন্নত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এ প্রসঙ্গে গত এক দশকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। শ্রী মোদী বলেন, শুধুমাত্র হাসপাতালের সংখ্যা বৃদ্ধি নয়, সেইসঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প গরিব মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। বারাণসীর হাজার হাজার মানুষ এবং উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ বাসিন্দা এই প্রকল্পে উপকৃত হচ্ছেন। বারাণসীতে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার বয়ঃ বন্দনা কার্ড প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। 

গাজিপুর, জৌনপুর, মির্জাপুর এবং আজমগড়ের মতো শহরগুলিতে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত এক দশকে বারাণসী এবং এর সংযুক্ত এলাকাগুলিতে প্রায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর এবং এই বিমানবন্দরের কাছে ৬ লেনের ভূতল টানেলের কথা উল্লেখ করেন। বর্তমান প্রকল্পগুলির কাজ শেষ হলে, বারাণসীতে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হয়ে উঠবে এবং  এলাকার ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। বারাণসীতে তৈরি নতুন স্টেডিয়ামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এখানকার শত শত খেলোয়াড় প্রশিক্ষণের সুযোগ পাবেন। 

সাম্প্রতিক বছরগুলিতে উত্তরপ্রদেশে পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে শুধুমাত্র আর্থিক ছবিই বদলায়নি, সেইসঙ্গে বদলেছে দৃষ্টিভঙ্গিও। আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের চাহিদা বৃদ্ধির কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ভারতের বেশ কয়েকটি পণ্য জিআই ট্যাগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রী মোদী জানান, জিআই ট্যাগের ক্ষেত্রে উত্তরপ্রদেশ দেশের মধ্যে এগিয়ে রয়েছে। বারাণসী এবং এর সংলগ্ন জেলাগুলির ৩০টির বেশি পণ্য জিআই ট্যাগ পেয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে – বারাণসীর তবলা, সানাই, দেওয়াল চিত্র, তিরঙ্গা বরফির মতো পণ্য। প্রধানমন্ত্রী বলেন, কাশী হল ভারতের আত্মা। এর বিকাশে তাঁর সরকারের অঙ্গীকারের কথা ঘোষণা করেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ প্রমুখ।

প্রধানমন্ত্রী বারাণসী রিং রোড ও সারনাথের মধ্যে সড়ক সেতু, ভিখারিপুর ও মান্ডুয়াডিহ-র মধ্যে উড়ালপুল এবং বারাণসী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ভূতল টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জল জীবন মিশনের আওতায় ১৩০টি গ্রামীণ পানীয় জল প্রকল্পেরও সূচনা করেন শ্রী মোদী। 


SC/MP/DM.


(Release ID: 2121010) Visitor Counter : 26