মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

১,৩৩২ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে তিরুপতি – পাকালা – কাটপাডি ডবললাইন রেল প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 09 APR 2025 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০২৫ 

 

১ হাজার ৩৩২ কোটি টাকার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুতে তিরুপতি-পাকালা-কাটপাডি ডবললাইন (১০৪ কিমি) রেল প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, যা ঐ এলাকার সর্বাত্মক উন্নয়নের পথ প্রশস্ত করবে। সেইসঙ্গে, কর্মসংস্থান ও স্ব-নিযুক্তির সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে।


দুটি রাজ্য জুড়ে বিস্তৃত এই প্রকল্প ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে। মানুষের যাতায়াত, পণ্য পরিবহণ এবং পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পিএম-গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডুর তিনটি জেলা জুড়ে বিস্তৃত এই প্রকল্পের ফলে ভারতীয় রেলের সঙ্গে অতিরিক্ত প্রায় ১১৩ কিলোমিটার লাইন সংযুক্ত হবে। 


তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের পাশাপাশি শ্রী কালাহস্তি শিব মন্দির, কানিপকম বিনায়ক মন্দির, চন্দ্রগিরি দুর্গ প্রভৃতির মতো তীর্থস্থান ও পর্যটন কেন্দ্রের সঙ্গে রেলপথে যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে, প্রায় ৪০০টি গ্রামের ১৪ লক্ষ মানুষ উপকৃত হবেন। 

কয়লা, কৃষিজাত সামগ্রী, সিমেন্ট, খনিজ পদার্থ পরিবহণের এক আবশ্যিক রুট হ’ল এই রেলপথ। এই সম্প্রসারণের ফলে বছরে অতিরিক্ত ৪ মিলিয়ন টন পণ্য পরিবহণ সম্ভব হবে। 

 

SC/MP/SB…


(Release ID: 2120515) Visitor Counter : 32