রাষ্ট্রপতিরসচিবালয়
রাম নবমীর প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
Posted On:
05 APR 2025 7:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৫
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাম নবমীর প্রাক্কালে সকল সহ-নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন,
“শুভ রাম নবমী উপলক্ষে, আমি সকল সহ-নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।
এই পবিত্র উৎসবটি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। ভগবান শ্রী রামের মহাকাব্যিক জীবনযাত্রা আমাদের সত্য, ধর্ম এবং নীতির পথে চলতে অনুপ্রাণিত করে। এই উৎসব নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে মানবতার সেবা করার বার্তা দেয়। এই পবিত্র উৎসব মানুষকে ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসার মূল্যবোধে জারিত করে এবং নিজের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে।
এই পবিত্র অনুষ্ঠানে, আসুন আমরা ভগবান শ্রী রামের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করি এবং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য একসঙ্গে কাজ করি”।
SC/SB/NS…
(Release ID: 2119532)
Visitor Counter : 9