প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Posted On: 04 APR 2025 9:43AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যাঙ্ককে আজ বিমস্টেক শিখর সম্মেলনের ফাঁকে মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন;

“ব্যাঙ্ককে বিমস্টেক শিখর সম্মেলনের ফাঁকে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে আরও একবার সমবেদনা জানিয়েছি। এই সঙ্কটজনক সময়ে মায়ানমারের ভাই ও বোনেদের সাহায্যার্থে ভারত যথাসম্ভব যা কিছু করণীয় তা করছে।

আমরা যোগাযোগ, দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন সহ আরও নানা ক্ষেত্রে ভারত ও মায়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়েও আলোচনা করেছি।” 

 

SC/AB/SKD


(Release ID: 2118714) Visitor Counter : 8