মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর তরুণ লেখকদের উৎসাহদান প্রকল্প (ওয়াইইউভিএ)

Posted On: 18 MAR 2025 3:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২৫


সূচনা

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া গত ১১ মার্চ, প্রধানমন্ত্রীর তরুণ লেখকদের উৎসাহদান প্রকল্পে ওরফে যুবা-র তৃতীয় সংস্করণের সূচনা করেছে। এই উদ্যোগের আওতায় ৩০ বছরের কমবয়সী তরুণ লেখকদের সৃজনশীল রচনার দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে। যুবা ১.০ এবং যুবা ২.০-র সাফল্যের উপর ভিত্তি করে যুবা ৩.০ সাহিত্য প্রতিভার বিকাশ এবং দেশে পড়া, লেখা ও বইয়ের সংস্কৃতির প্রসারে সরকারের অঙ্গীকারকে অব্যাহত রেখেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই প্রকল্প ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক জ্ঞান ও ঐতিহ্যের নথিভুক্তিকরণ এবং প্রচারে উৎসাহ যোগাচ্ছে।

যুবা ৩.০ : বৈশিষ্ট্য ও উদ্দেশ্য

মূল ভাবনা ও মনোযোগের ক্ষেত্র

পিএম যুবা ৩.০-র মূল ভাবনা হল জাতি গঠনে প্রবাসী ভারতীয়দের অবদান; ভারতীয় জ্ঞান পদ্ধতি এবং আধুনিক ভারতের রূপকাররা (১৯৫০-২০২৫)। এই প্রকল্পের আওতায় এমন একঝাঁক লেখক গড়ে তোলার কথা ভাবা হয়েছে, যাঁরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-কে অন্তর্ভুক্ত করে ভারতের বিভিন্ন দিক নিয়ে লিখতে পারবেন। এছাড়াও অতীত ও বর্তমানকালে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের অবদান নিয়ে লেখার এক চমৎকার সুযোগও তরুণ লেখকদের সামনে এনে দিচ্ছে এই প্রকল্প। 

বাছাই পদ্ধতি
•    মাইগভ ইন্ডিয়া-র অনলাইন পোর্টালের মাধ্যমে তরুণ লেখকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়।
•    মূল্যায়নের বিভিন্ন মাপকাঠির বিচারে ৫০ জনকে বেছে নেওয়া হয়।
•    ন্যাশনাল বুক ট্রাস্ট নির্বাচন কমিটি গঠন করে। 
•    আবেদনকারীদের ১০ হাজার শব্দের মধ্যে একটি বই লেখার প্রস্তাব পাঠাতে বলা হয়, যেটি নির্বাচন কমিটি খতিয়ে দেখে।
•    চূড়ান্ত বাছাইয়ের আগে প্রার্থীদের বিভিন্ন ধরনের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

পরামর্শদান ও সহায়তা
•    নির্বাচিত লেখকদের ৬ মাসের একটি কর্মসূচিতে সামিল করা হয়।
•    কর্মশালা, পরামর্শদাতাদের সঙ্গে মুখোমুখি আলাপচারিতার আয়োজন করা হয় এবং ভারতের সাহিত্য পরিমণ্ডলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
•    ৬ মাসের জন্য তাঁদের মাসিক ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
•    তাঁদের লেখা ন্যাশনাল বুক ট্রাস্ট বিভিন্ন ভাষায় প্রকাশ করে।
•    পিএম যুবা ৩.০-তে নির্বাচিত প্রার্থীদের জন্য ২০২৬ সালে নতুন দিল্লি বিশ্ব বই মেলার সময়ে একটি জাতীয় শিবিরের আয়োজন করা হবে।
•    নির্বাচিত লেখকরা তাঁদের কাজ বিভিন্ন সাহিত্য উৎসব এবং আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ করার সুযোগ পাবেন।

উপসংহার

ভারতে তরুণ সাহিত্য প্রতিভার লালন-পালন ও বিকাশে যুবা প্রকল্প তার তিনটি সংস্করণেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সৃজনশীল অভিব্যাক্তি, বহুভাষিক সাহিত্য ঐতিহ্য এবং তরুণদের মধ্যে পঠন-পাঠন ও লেখার সংস্কৃতির প্রসারে ভারতের অঙ্গীকারকে এই প্রকল্প আরও শক্তিশালী করে তুলছে। দেশের তরুণ লেখকদের কণ্ঠস্বর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যত জোরালো হচ্ছে, ততই এই প্রকল্পের প্রভাব স্পষ্টতর হয়ে উঠছে। সরকারি সমর্থন ও উদ্ভাবনের মাধ্যমে যুবা প্রকল্প ভারতের সাহিত্য ও সাংস্কৃতিক নবজাগরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।

তথ্যসূত্র
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110966
https://innovateindia.mygov.in/yuva-2025/
https://innovateindia.mygov.in/yuva/
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722644
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2101008 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811451 
https://www.nbtindia.gov.in/writereaddata/attachmentNews/tuesday-june-1-202111-31-05-amyuva-scheme-for-mentorship-of-young-authors.pdf পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025318521811.pdf

 


SC/SD/SKD


(Release ID: 2112349) Visitor Counter : 28